বার বার আয়নায় নিজেকে দেখেন? এটা আদৌ অভ্যাস নাকি ভয়ঙ্কর কোনও রোগ!
Body Dysmorphic Disorder: সময় পেলেই আয়নায় নিজেকে দেখেন? যদি আপনারও এমন অভ্যাস থেকে থাকে, তাহলে আজই সতর্ক হোন। জানলে অবাক হবেন, বার বার নিজেকে আয়নায় দেখা মোটেই অভ্যাসের মধ্যে পড়ে না। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
1 / 8
সারাদিনে বার বার শুধু আয়না দেখেন? নিজেকে কেমন লাগছে,তা দেখতেই ব্যস্ত থাকেন অনেকে। এমন অভ্যাস আপনারও আছে নাকি? সময় পেলেই আয়নায় নিজেকে দেখেন?
2 / 8
যদি আপনারও এমন অভ্যাস থেকে থাকে, তাহলে আজই সতর্ক হোন। জানলে অবাক হবেন, বার বার নিজেকে আয়নায় দেখা মোটেই অভ্যাসের মধ্যে পড়ে না। এমনটাই বলছে বিশেষজ্ঞরা।
3 / 8
আসলে এটি একটি রোগ। বিজ্ঞানের ভাষায় একে বলে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। এতে বার বার নিজেকে আয়নায় দেখতে ইচ্ছে করবে। কিন্তু কোন ব্যক্তির মধ্যে এই রোগ বেশি দেখা যায়?
4 / 8
আসলে বিশেষজ্ঞদের মতে, যে সব ব্যক্তিরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বিষণ্নতায় ভোগেন, তারাই এই রোগে আক্রান্ত। আসলে তারা নিজেদেরকে বার বার সুন্দর দেখতে চায়, ফলে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়।
5 / 8
অনেকক্ষেত্রে বডি ডিসমরফিক ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিরা আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিও করেন। কিন্তু এমনটা করার কারণ কী? বিশেষজ্ঞদের মতে, তারা এভাবে একটা অদ্ভুত শারীরিক এবং মানসিক শান্তি পায়।
6 / 8
এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বডি ডিসমরফিয়া কি মানসিক রোগ? আসলে বডি ডিসমরফিক ডিসঅর্ডার (বিডিডি), বা বডি ডিসমরফিয়া হল একটি মানসিক স্বাস্থ্যের অবস্থা।
7 / 8
এতে একজন ব্যক্তি তার চেহারা নিয়ে খুব একটা খুশি থাকেন না। তাই বার বার নিজেকে সুন্দর মনে করার চেষ্টা করেন। যে কোনও বয়সের লোকেদের এই ডিসঅর্ডার হতে পারে।
8 / 8
তবে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে এই ডিসমরফিক ডিসঅর্ডারের লক্ষণ বেশি দেখা দেয়। কিন্তু গবেষণায় কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি দেখা গিয়েছে এই রোগ।