Photo Gallery: আবারও নিম্নচাপের ঘেরাটোপে উপকূল, দিঘায় তীব্র জলোচ্ছ্বাসে হোটেলবন্দি পর্যটকরা!
Weather: আবারও তীব্র জলোচ্ছ্বাস দিঘা (Digha) সমুদ্রে। সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জুড়ে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দিঘা উপকূলেও বইছে তীব্র ঝোড়ো হওয়া। সেই সঙ্গে সাথ দিয়েছে প্রবল বৃষ্টি। যার ফলে উত্তাল দিঘা সমুদ্র। জলোচ্ছ্বাস দেখতে ভিড় জমালেও নিরাপত্তারক্ষীদের বাধায় হোটেলে ফিরতে হল পর্যটকদের। দিঘা সৈকতে এখন চলছে পুলিশি নজরদারি। তীব্র জলোচ্ছ্বাসে কোনওরকম দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। তাই সোমবার দিঘা সমুদ্র স্নানে বাধা দেওয়া হয়েছে পর্যটকদের। অনেকে সমুদ্র সৈকতে এসেও ফিরে যান।
Most Read Stories