হেলেন, নাম শুনলেই একদা শিহরিত হন তরুণ হৃদয়। তাঁর 'আব তু আজা' যেন ছিল 'নিশির ডাক'। ছকভাঙা ইমেজে তিনি ছিলেন চিরযৌবনা। তিনি হেলেন।
বাংলার এক রিয়ালিটি শো'র মঞ্চে প্রথম বার হাজির হলেন তিনি। ফাইনালের বিচারকের ভূমিকায় দেখা মিলল তাঁর।
পরেছিলেন সবুজ-লাল শাড়ি। পিয়া তু বাজতেই নেচে উঠল হেলেনের মন, পা মেলালেন তিনি।
সোনায় সোনাগা ওই শো'রই আরেক বিচারক মিঠুন চক্রবর্তীর ডান্স মুভ। মিঠুন ম্যাজিক আর হেলেন-ক্যারিশ্মায় যমে উঠল অনুষ্ঠান মঞ্চ।
পুরনো দিনের টুকরো স্মৃতি শেয়ার করলেন মিঠুন। কিছুদিন আগে সানি লিওন এই শোয়ের জন্য শুটিং করতে এসেছিলেন। তারও আগে কখনও রবিনা ট্যান্ডন, ঊর্মিলা মাতন্ডকার, কখনও বা অনিল কাপুর অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন।
গত আট মাস ধরে এই শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন দেবও। শুটিং শেষে নেপথ্যের কারিগরদের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের আট মাসের লম্বা জার্নি শেষ হল এ বার। অসাধারণ একটা কাজ করলাম আমরা। সুন্দর একটা টিমকে পেলাম।