এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি - ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (MS Dhoni: The Untold Story) সিলভারস্ক্রিনে এক্কেবারে সুপার ডুপার হিট হয়েছিল। ধোনির জীবনের অজানা অধ্যায় এই সিনেমার মাধ্যমে জনসমক্ষে এসেছিল। মুখ্য ভূমিকায় ছিলেন সুশান্ত সিং রাজপুত। (ছবি-টুইটার)
জার্সি - বলিউড সুপারস্টার শাহিদ কাপুর অভিনীত 'জার্সি' (Jersey) সিনেমাটি সদ্য প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ক্রিকেট নির্ভর এই সিনেমাটি তেলুগু সিনেমা 'জার্সি'-র হিন্দি রিমেক। গৌতম তিন্নানুরি পরিচালিত, জার্সি সিনেমার গল্পটি একজন প্রতিভাবান কিন্তু ব্যর্থ ক্রিকেটারকে ঘিরে। যিনি মাঠে প্রত্যাবর্তন করতে চান। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে চান এবং উপহার হিসেবে তার ছেলেকে জার্সি দিতে চান। সিনেমাটিতে শাহিদ ছাড়াও ম্রুণাল ঠাকুর এবং পঙ্কজ কাপুরও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। (ছবি-টুইটার)
চাকদা এক্সপ্রেস - তাপসী পান্নু ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিকে অভিনয় করছেন তো বিরাটপত্নী অনুষ্কা শর্মা বাংলার তারকা পেসার ঝুলন গোস্বামীকে নিয়ে তৈরি হওয়া সিনেমা চাকদা এক্সপ্রেসে (Chakda Xpress) অভিনয় করছেন। ক্রিকেটবিশ্বে যে লড়াইটা করে যাওয়ার পর সাফল্যের শিখরে পৌঁছেছেন ঝুলন সেটাই তুলে ধরা হবে এই সিনেমায়। (ছবি-টুইটার)
৮৩ - শাহিদ কাপুরের জার্সি ফিকশনাল স্টোরির ওপর নির্ভরশীল হলেও '৮৩' (83) সিনেমাটি সকলকে আশির দশকে ফিরিয়ে নিয়ে যায়। প্রথম বার ভারতকে বিশ্বকাপের স্বাদ দিয়েছিলেন ভারত অধিনায়ক কপিল দেব। ৮৩ সিনেমাতে তুলে ধরা হয়েছে ভারতের প্রথম বার বিশ্বকাপ জয়ের মুহূর্ত। মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। (ছবি-টুইটার)
শাবাশ মিঠু - ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক মিতালি রাজকে নিয়ে তৈরি হওয়া সিনেমা হল শাবাশ মিঠু (Shabaash Mithu)। মিতালির জীবনে ক্রিকেট ঠিক কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা তুলে ধরা হবে এই সিনেমায়। মিতালির ভূমিকায় অভিনয় করবেন তাপসী পান্নু। (ছবি-টুইটার)