অলিম্পিকের ইতিহাসে সেরা ৫ বিদেশি অ্যাথলিট কারা, দেখে নিন ছবিতে…
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jun 23, 2022 | 8:30 AM
অলিম্পিকের (Olympics) ইতিহাসে কিংবদন্তি অলিম্পিক ক্রীড়াবিদদের তালিকা এতটাই লম্বা, তা কল্পনা করা যায় না। বিদ্যুৎ গতিতে দৌড়ের কথা উঠলে যে নামটা আসবে, সেটা নিঃসন্দেহে উসেইন বোল্ট। এমন অনেক অ্যাথলিট রয়েছেন কোনও খেলার নাম এলে তাঁদের নামই উঠে আসে। আজ, আন্তর্জাতিক অলিম্পিক দিবসে ছবিতে দেখে নিন অলিম্পিকের ইতিহাসে সেরা ৫ বিদেশি অ্যাথলিট কারা...
1 / 5
জেসি ওয়েন্স - অলিম্পিকের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এক বারে ৪টি সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছিলেন জেসি ওয়েন্স। ১৯৩৬ সালে অ্যাডলফ হিটলারের নাৎসি জমানায় বার্লিনে বসেছিল অলিম্পিকের আসর। সে বার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চারটি সোনা জিতে ইতিহাস গড়েছিলেন মার্কিন অ্যাথলিট জেসি।
2 / 5
উসেইন বোল্ট - বিশ্বের দ্রুততম মানব বললে যাঁর নামটা প্রথমেই মুখে আসে তিনি হলেন জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট। অলিম্পিকে ১০০ মিটারে তিনি রাজ করেছেন। অলিম্পিকের ইতিহাসে বোল্টের নামের পাশে ৮টি সোনা রয়েছে।
3 / 5
মাইকেল ফেলপস - অলিম্পিকের ইতিহাসে বিশ্বের সকল প্লেয়ারদের মধ্যে সব থেকে বেশি পদক রয়েছে মাইকেল ফেলপসের ঝুলিতে। মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস আলিম্পিক থেকে মোট ২৮টি পদক পেয়েছেন। যার মধ্যে রয়েছে ২৩টি সোনা, ৩টি রুপো ও ২টি ব্রোঞ্জ।
4 / 5
পাভো নুরমি - ১৯২৪ সালের অলিম্পিকে ৬টি সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন ফিনল্যান্ডের পাভো নুরমি। তিনি ছিলেন লং ডিসট্যান্স রানার। তিনি ফ্লাইং ফিন নামেও পরিচিত। ৩ বার অলিম্পিকে অংশ নিয়ে মোট ১২টি পদক পেয়েছিলেন পাভো নুরমি। যার মধ্যে রয়েছে ৯টি সোনা ও ৩টি রুপো।
5 / 5
কার্ল লিউইস - অলিম্পিকের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবে যুক্তরাষ্ট্রের কার্ল লিউইসের নাম উল্লেখ করতেই হয়। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকেই তাঁর অভিষেক হয়ে যেত। কিন্তু যুক্তরাষ্ট্র সেই অলিম্পিক বয়কট করায় তাঁকে অপেক্ষা করতে হয় আরও চার বছর। ১৯৮৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ১২ বছর চারটি অলিম্পিকে অংশ নিয়েছিলেন কার্ল। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলের পাশাপাশি লং জাম্পেও অলিম্পিক থেকে পদক পেয়েছেন কার্ল। ৯টি সোনা ও ১টি রুপো রয়েছে কার্লের নামের পাশে।