Malti Chahar: শান্তির খোঁজে দীপকের গ্ল্যামারাস বোন মালতী
ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের বোন হলেন মালতী চাহার (Malti Chahar)। সুপারমডেল মালতী শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। গ্ল্যামারাস মালতী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। সদ্য ইন্সটাগ্রামে তিনি নিজের যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন মালতি। পাশাপাশি ছবির ক্যাপশনে একখানা সাদা পায়রার ইমোজি দিয়েছেন। এবং লিখেছেন শান্তি ও ভালোবাসা।
Most Read Stories