Malti Chahar: শান্তির খোঁজে দীপকের গ্ল্যামারাস বোন মালতী

ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের বোন হলেন মালতী চাহার (Malti Chahar)। সুপারমডেল মালতী শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। গ্ল্যামারাস মালতী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। সদ্য ইন্সটাগ্রামে তিনি নিজের যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন মালতি। পাশাপাশি ছবির ক্যাপশনে একখানা সাদা পায়রার ইমোজি দিয়েছেন। এবং লিখেছেন শান্তি ও ভালোবাসা।

| Edited By: | Updated on: Jul 14, 2022 | 7:30 AM
ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের বোন হলেন মালতী চাহার (Malti Chahar)। সুপারমডেল মালতী শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। গ্ল্যামারাস মালতী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের বোন হলেন মালতী চাহার (Malti Chahar)। সুপারমডেল মালতী শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। গ্ল্যামারাস মালতী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

1 / 6
সদ্য ইন্সটাগ্রামে মালতী নিজের যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন মালতি। পাশাপাশি ছবির ক্যাপশনে একখানা সাদা পায়রার ইমোজি দিয়েছেন। সাদা পায়রা শান্তির প্রতীক। এবং মালতী ওই ছবির ক্যাপশনে লিখেছেন শান্তি ও ভালোবাসা।  (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

সদ্য ইন্সটাগ্রামে মালতী নিজের যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন মালতি। পাশাপাশি ছবির ক্যাপশনে একখানা সাদা পায়রার ইমোজি দিয়েছেন। সাদা পায়রা শান্তির প্রতীক। এবং মালতী ওই ছবির ক্যাপশনে লিখেছেন শান্তি ও ভালোবাসা। (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

2 / 6
ইন্সটাগ্রামে দীপকের বোন মালতীর ফলোয়ার সংখ্যা এখনই ১ মিলিয়ন ছুঁয়ে গিয়েছে। (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে দীপকের বোন মালতীর ফলোয়ার সংখ্যা এখনই ১ মিলিয়ন ছুঁয়ে গিয়েছে। (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

3 / 6
দীপক চাহারের বোন মালতী চাহার 'ইশক পশমিনা' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন। তাঁর বিপরীতে দেখা যাবে ভাবিন ভানুশালীকে।  (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

দীপক চাহারের বোন মালতী চাহার 'ইশক পশমিনা' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন। তাঁর বিপরীতে দেখা যাবে ভাবিন ভানুশালীকে। (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

4 / 6
লখনউয়ের ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছেন মালতী। (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

লখনউয়ের ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছেন মালতী। (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

5 / 6
২০১৪ সালের এফবিবি মিস ইন্ডিয়া দিল্লির রানার্স আপ হয়েছিলেন দীপকের বোন মালতী। (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

২০১৪ সালের এফবিবি মিস ইন্ডিয়া দিল্লির রানার্স আপ হয়েছিলেন দীপকের বোন মালতী। (ছবি-মালতী চাহার ইন্সটাগ্রাম)

6 / 6
Follow Us: