Sara Tendulkar: গ্ল্যামার দুনিয়ায় ক্রমশ তারকা হয়ে উঠছেন সচিনকন্যা সারা

সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর বর্তমানে ব্যস্ত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। সচিনকন্যা সারা তেন্ডুলকরও (Sara Tendulkar) কিন্তু বেশ জনপ্রিয়। তাঁর ফ্যাশন স্টেটমেন্টও বেশ নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় সারার ফলোয়ার সংখ্যাটাও নেহাত কম নয়। ইন্সটাগ্রামে ১.৮ মিলিয়ন ফলোয়ার সারার। তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্টও করেন।

| Edited By: | Updated on: Apr 24, 2022 | 7:00 AM
দীর্ঘদিন লন্ডনে থাকার পর সচিনকন্যা সারা দেশে ফিরেছেন। (ছবি-সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

দীর্ঘদিন লন্ডনে থাকার পর সচিনকন্যা সারা দেশে ফিরেছেন। (ছবি-সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

1 / 5
সারার ইন্সটাগ্রামজুড়ে তাঁর ফ্যাশন স্টেটমেন্টের ঝলক মেলে। (ছবি-সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

সারার ইন্সটাগ্রামজুড়ে তাঁর ফ্যাশন স্টেটমেন্টের ঝলক মেলে। (ছবি-সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

2 / 5
সুন্দরী সারা একাধিক অভিনেত্রীদের সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। তাই বলা যায় সুন্দরী সারার জুড়ি মেলা ভার। (ছবি-সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

সুন্দরী সারা একাধিক অভিনেত্রীদের সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। তাই বলা যায় সুন্দরী সারার জুড়ি মেলা ভার। (ছবি-সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

3 / 5
সদ্য সারা নিজের ইন্সটাগ্রামে চেরি ব্লসমের সামনে একটি ভিডিও ও তাঁর কিছু ছবি শেয়ার করেছেন। যা সারাভক্তদের মন ছুঁয়ে গিয়েছে। (ছবি-সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

সদ্য সারা নিজের ইন্সটাগ্রামে চেরি ব্লসমের সামনে একটি ভিডিও ও তাঁর কিছু ছবি শেয়ার করেছেন। যা সারাভক্তদের মন ছুঁয়ে গিয়েছে। (ছবি-সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

4 / 5
আইপিএলে মুম্বইয়ের ম্যাচ চলাকালীন মাঝে মাঝে গ্যালারিতে দেখা যায় সারাকে। (ছবি-সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

আইপিএলে মুম্বইয়ের ম্যাচ চলাকালীন মাঝে মাঝে গ্যালারিতে দেখা যায় সারাকে। (ছবি-সারা তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: