AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: চলতি আইপিএলে নজর কেড়েছে যে খুদেরা, দেখে নিন তাদের ছবি

আইপিএল-২০২২ (IPL 2022) এর ৩৩টি ম্যাচ হয়ে গিয়েছে। করোনার কারণে বায়ো বাবলে রয়েছেন সকল প্লেয়াররা। টুর্নামেন্ট চলবে প্রায় টানা দু'মাস ধরে। যে কারণে প্লেয়াররা তাঁদের পরিবারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন। চলতি আইপিএলের একাধিক ম্যাচে ক্রিকেটারদের সন্তানরা বেশ নজর কেড়েছেন। তার মধ্যে এক ম্যাচে ডেভিড ওয়ার্নার আউট হতেই তাঁর মেয়েদের কান্না ছিল দেখার মতো। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। দেখে নিন রোহিত কন্যা সামাইরা থেকে ওয়ার্নার কন্যাদের কিছু মন ছুঁয়ে যাওয়া ছবি...

| Edited By: | Updated on: Apr 22, 2022 | 9:30 AM
Share
মুম্বই ইন্ডিয়ান্সের ছোটি পল্টন রোহিত কন্যা সামাইরা। মা রিতিকার হাত ধরে সামাইরা বাবার দলের খেলা দেখার জন্য প্রতি ম্যাচে হাজির হয় গ্যালারিতে।

মুম্বই ইন্ডিয়ান্সের ছোটি পল্টন রোহিত কন্যা সামাইরা। মা রিতিকার হাত ধরে সামাইরা বাবার দলের খেলা দেখার জন্য প্রতি ম্যাচে হাজির হয় গ্যালারিতে।

1 / 6
মুম্বই ইন্ডিয়ান্সের তারকা বোলার টাইমাল মিলসের একমাত্র কন্যাও বেশ নজর কেড়েছে এ বার। টাইমাল কন্যাকে বেশ মানিয়েছেও মুম্বইয়ের জার্সিতে। সে তার মা ইন্ডিয়া কেট ম্যাকলেভানের সঙ্গে বাবার ম্যাচ দেখার জন্য পৌঁছে যায় গ্যালারিতে।

মুম্বই ইন্ডিয়ান্সের তারকা বোলার টাইমাল মিলসের একমাত্র কন্যাও বেশ নজর কেড়েছে এ বার। টাইমাল কন্যাকে বেশ মানিয়েছেও মুম্বইয়ের জার্সিতে। সে তার মা ইন্ডিয়া কেট ম্যাকলেভানের সঙ্গে বাবার ম্যাচ দেখার জন্য পৌঁছে যায় গ্যালারিতে।

2 / 6
অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের তিন কন্যাকেই দেখা যায় আইপিএল চলাকালীন গ্যালারিতে। আইভি, ইন্ডি, ইসলা তিনজনেরই ক্রিকেটের প্রতি আলাদা টান রয়েছে। চলতি আইপিএলের এক ম্যাচে ওয়ার্নার আউট হতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর দুই কন্যা। যে ছবি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের তিন কন্যাকেই দেখা যায় আইপিএল চলাকালীন গ্যালারিতে। আইভি, ইন্ডি, ইসলা তিনজনেরই ক্রিকেটের প্রতি আলাদা টান রয়েছে। চলতি আইপিএলের এক ম্যাচে ওয়ার্নার আউট হতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর দুই কন্যা। যে ছবি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

3 / 6
কেকেআরের জার্সিতে এ বার খেলছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন  ফিঞ্চ। তাঁর মেয়ে ইস্টারকে দেখা গিয়েছে মায়ের কোলে থেকে বাবার দুর্ধর্ষ ইনিংসের সাক্ষী হতে।

কেকেআরের জার্সিতে এ বার খেলছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর মেয়ে ইস্টারকে দেখা গিয়েছে মায়ের কোলে থেকে বাবার দুর্ধর্ষ ইনিংসের সাক্ষী হতে।

4 / 6
একফ্রেমে দুই খুদে তারকা। কেকেআরে অ্যারন ফিঞ্চের মেয়ে ইস্টার ও রাজস্থানের ক্রিকেটার করুণ নায়ারের ছেলে কায়ান নায়ারের ছবি মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।

একফ্রেমে দুই খুদে তারকা। কেকেআরে অ্যারন ফিঞ্চের মেয়ে ইস্টার ও রাজস্থানের ক্রিকেটার করুণ নায়ারের ছেলে কায়ান নায়ারের ছবি মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।

5 / 6
ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কেকেআরের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেরিয়ারের ১৫০ তম টি-২০ ম্যাচে খেলেছিলেন। বাবার মাইলস্টোন ম্যাচে উচ্ছ্বাসে ভেসেছিল নারিন কন্যা।

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কেকেআরের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেরিয়ারের ১৫০ তম টি-২০ ম্যাচে খেলেছিলেন। বাবার মাইলস্টোন ম্যাচে উচ্ছ্বাসে ভেসেছিল নারিন কন্যা।

6 / 6