IPL 2022: বাটলার থেকে রাহুল… এ বারের আইপিএলের সেরা ৫ ব্যাটারদের দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 30, 2022 | 9:00 AM

এ বারের আইপিএলের (IPL 2022) পর্ব শেষ। ১০ দলের আইপিএল-১৫-তে হয়েছে মোট ৭৪টি ম্যাচ। পুরো টুর্নামেন্ট জুড়ে ১০ দলের ক্রিকেটারদের মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে সদ্য শেষ হওয়া আইপিএলের সব থেকে বেশি রান রয়েছে রাজস্থান রয়্যালসের জস বাটলারের দখলে। শেষ পর্যন্ত চলতি বছরের অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন জস বাটবার। ছবিতে দেখে নিন আইপিএল এর ১৫তম সংস্করণের সেরা ৫ ব্যাটারদের...

1 / 5
জস বাটলার - আইপিএল-২০২২ এর সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। এ বারের আইপিএলের মোট ১৭টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৮৬৩ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান। এবং আপাতত বাটলারের দখলে রয়েছে এক মরসুমে ৪টি সেঞ্চুরিও।

জস বাটলার - আইপিএল-২০২২ এর সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। এ বারের আইপিএলের মোট ১৭টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৮৬৩ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান। এবং আপাতত বাটলারের দখলে রয়েছে এক মরসুমে ৪টি সেঞ্চুরিও।

2 / 5
লোকেশ রাহুল - এ বারের আইপিএলের এক নতুন দল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul) দুরন্ত পারফর্ম করেছেন। এ বারের আইপিএলে মোট ১৫টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৬১৬ রান। সর্বোচ্চ ১০৩* রান। এই মরসুমে লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছে ২টি শতরান।

লোকেশ রাহুল - এ বারের আইপিএলের এক নতুন দল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul) দুরন্ত পারফর্ম করেছেন। এ বারের আইপিএলে মোট ১৫টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৬১৬ রান। সর্বোচ্চ ১০৩* রান। এই মরসুমে লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছে ২টি শতরান।

3 / 5
কুইন্টন ডি’কক - লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কক (Quinton De Kock) এর এই মরসুমটা বেশ ভালোই কেটেছে। চলতি আইপিএলের ১৫টি ম্যাচে খেলে তিনি ৫০৮ রান করেছেন। এই প্রোটিয়া তারকা ক্রিকেটারের সর্বোচ্চ রান ১৪০*। ডি’ককের ব্যাট থেকেও এসেছে ১টি শতরান।

কুইন্টন ডি’কক - লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কক (Quinton De Kock) এর এই মরসুমটা বেশ ভালোই কেটেছে। চলতি আইপিএলের ১৫টি ম্যাচে খেলে তিনি ৫০৮ রান করেছেন। এই প্রোটিয়া তারকা ক্রিকেটারের সর্বোচ্চ রান ১৪০*। ডি’ককের ব্যাট থেকেও এসেছে ১টি শতরান।

4 / 5
হার্দিক পান্ডিয়া - আইপিএল-২০২২ এর নতুন দল গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলকে দারুণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও চমক দেখিয়েছেন তিনি। মোট ১৫টি ম্যাচে খেলে করেছেন ৪৮৫ রান। হার্দিকের সর্বোচ্চ রান ৮৭*।

হার্দিক পান্ডিয়া - আইপিএল-২০২২ এর নতুন দল গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলকে দারুণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও চমক দেখিয়েছেন তিনি। মোট ১৫টি ম্যাচে খেলে করেছেন ৪৮৫ রান। হার্দিকের সর্বোচ্চ রান ৮৭*।

5 / 5
ডেভিড মিলার - এ বারের নতুন দল গুজরাত টাইটান্সের জার্সিতে হিট ডেভিড মিলার। প্রোটিয়া তারকা ক্রিকেটার আইপিএল ২০২২ এর ১৬টি ম্যাচে খেলে করেছেন ৪৪৯ রান। তাঁর সর্বোচ্চ রান ৯৪*।

ডেভিড মিলার - এ বারের নতুন দল গুজরাত টাইটান্সের জার্সিতে হিট ডেভিড মিলার। প্রোটিয়া তারকা ক্রিকেটার আইপিএল ২০২২ এর ১৬টি ম্যাচে খেলে করেছেন ৪৪৯ রান। তাঁর সর্বোচ্চ রান ৯৪*।

Next Photo Gallery