জস বাটলার - আইপিএল-২০২২ এর সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। এ বারের আইপিএলের মোট ১৭টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৮৬৩ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান। এবং আপাতত বাটলারের দখলে রয়েছে এক মরসুমে ৪টি সেঞ্চুরিও।
লোকেশ রাহুল - এ বারের আইপিএলের এক নতুন দল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul) দুরন্ত পারফর্ম করেছেন। এ বারের আইপিএলে মোট ১৫টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৬১৬ রান। সর্বোচ্চ ১০৩* রান। এই মরসুমে লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছে ২টি শতরান।
কুইন্টন ডি’কক - লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কক (Quinton De Kock) এর এই মরসুমটা বেশ ভালোই কেটেছে। চলতি আইপিএলের ১৫টি ম্যাচে খেলে তিনি ৫০৮ রান করেছেন। এই প্রোটিয়া তারকা ক্রিকেটারের সর্বোচ্চ রান ১৪০*। ডি’ককের ব্যাট থেকেও এসেছে ১টি শতরান।
হার্দিক পান্ডিয়া - আইপিএল-২০২২ এর নতুন দল গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলকে দারুণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও চমক দেখিয়েছেন তিনি। মোট ১৫টি ম্যাচে খেলে করেছেন ৪৮৫ রান। হার্দিকের সর্বোচ্চ রান ৮৭*।
ডেভিড মিলার - এ বারের নতুন দল গুজরাত টাইটান্সের জার্সিতে হিট ডেভিড মিলার। প্রোটিয়া তারকা ক্রিকেটার আইপিএল ২০২২ এর ১৬টি ম্যাচে খেলে করেছেন ৪৪৯ রান। তাঁর সর্বোচ্চ রান ৯৪*।