AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: ছবিতে দেখুন আইপিএল-২০২২ এর সেরা পাঁচ মুহূর্ত

২০২২ সালের আইপিএল (IPL 2022) গতকাল শেষ হয়ে গিয়েছে। দেশের মাটিতে নির্বিঘ্নে হয়েছে এ বারের আইপিএল। আইপিএল-১৫ দেখাল চল্লিশের ধোনির ফিরে আসার প্রতিশ্রুতি। রাজস্থানে ফিরে যুজবেন্দ্র চাহালের দুরন্ত ফর্ম। উমরানের উত্থান। ছবিতে দেখুন সদ্য শেষ হওয়া আইপিএলের সেরা পাঁচ মুহূর্ত।

| Edited By: | Updated on: May 30, 2022 | 10:00 AM
Share
আইপিএল-২০২২ এর হ্যাটট্রিক - রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এ বারের আইপিএলের প্রথম হ্যাটট্রিক করেন। শ্রেয়স আইয়ারের কেকেআরের বিরুদ্ধে ১৮ এপ্রিলের ম্যাচে ১৭তম ওভারে পরপর তিন বলে তিন উইকেট (শ্রেয়স আইয়ার, শিবম মাভি ও প্যাট কামিন্স) নেন যুজি। পাশাপাশি ওই ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ৪০ রানের বিনিময়ে ফাইফার পেয়ে যান যুজি।

আইপিএল-২০২২ এর হ্যাটট্রিক - রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এ বারের আইপিএলের প্রথম হ্যাটট্রিক করেন। শ্রেয়স আইয়ারের কেকেআরের বিরুদ্ধে ১৮ এপ্রিলের ম্যাচে ১৭তম ওভারে পরপর তিন বলে তিন উইকেট (শ্রেয়স আইয়ার, শিবম মাভি ও প্যাট কামিন্স) নেন যুজি। পাশাপাশি ওই ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ৪০ রানের বিনিময়ে ফাইফার পেয়ে যান যুজি।

1 / 5
কামিন্সের দ্রুততম হাফসেঞ্চুরি (সব থেকে কম বলে) - ৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন প্যাট কামিন্স। সেই সঙ্গে তিনি আইপিএলের ইতিহাসে দ্রুততম (সব থেকে কম বলে) অর্ধশতরান করার যুগ্ম রেকর্ড গড়েন। এর আগে এই রেকর্ড ছিল লোকেশ রাহুলের ঝুলিতে। ২০১৮ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন রাহুল।

কামিন্সের দ্রুততম হাফসেঞ্চুরি (সব থেকে কম বলে) - ৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন প্যাট কামিন্স। সেই সঙ্গে তিনি আইপিএলের ইতিহাসে দ্রুততম (সব থেকে কম বলে) অর্ধশতরান করার যুগ্ম রেকর্ড গড়েন। এর আগে এই রেকর্ড ছিল লোকেশ রাহুলের ঝুলিতে। ২০১৮ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন রাহুল।

2 / 5
রাহুল তেওয়াটিয়ার জাদু - রাহুল তেওয়াটিয়া বরাবর পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে ভালোবাসেন। ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় শেল্ডন কটরেলের এক ওভারে ৫টি ছয় মেরেছিলেন। এ বারের আইপিএলে ৮ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ২ বলে গুজরাট টাইটান্সের দরকার ছিল ১২ রান। ওডেন স্মিথের বলে জোড়া ছক্কা হাঁকিয়ে হার্দিক পান্ডিয়াদের ম্যাচ জেতান রাহুল তেওয়াটিয়া।

রাহুল তেওয়াটিয়ার জাদু - রাহুল তেওয়াটিয়া বরাবর পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে ভালোবাসেন। ২০২০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় শেল্ডন কটরেলের এক ওভারে ৫টি ছয় মেরেছিলেন। এ বারের আইপিএলে ৮ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ২ বলে গুজরাট টাইটান্সের দরকার ছিল ১২ রান। ওডেন স্মিথের বলে জোড়া ছক্কা হাঁকিয়ে হার্দিক পান্ডিয়াদের ম্যাচ জেতান রাহুল তেওয়াটিয়া।

3 / 5
আইপিএল-২০২২ এ ফের ফিনিশার ধোনির ঝলক - ‘ওয়ান্স আ ফিনিশার, ইস অলওয়েজ আ ফিনিশার’। বয়স চল্লিশ পার করলেও ব্যাট হাতে এখনও দলকে ম্যাচ জেতান। সেই তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। এ বারের আইপিএলে রোহিত শর্মাদের বিরুদ্ধে ২১ এপ্রিলের ম্যাচে জয়দেব উনাদকাটের শেষ ওভারে ১৭ রান নিয়ে দলকে ম্যাচ জেতান ধোনি। তাও ৪ বলে ১৬ রান দরকার, এই অবস্থায় তিনি বল ফেস করেন। আর ওই ৪ বলেই বাজিমাত। ম্যাচের পর ফিনিশার ধোনিকে কুর্নিশ জানায় চেন্নাই সুপার কিংসের সদস্যরা।

আইপিএল-২০২২ এ ফের ফিনিশার ধোনির ঝলক - ‘ওয়ান্স আ ফিনিশার, ইস অলওয়েজ আ ফিনিশার’। বয়স চল্লিশ পার করলেও ব্যাট হাতে এখনও দলকে ম্যাচ জেতান। সেই তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। এ বারের আইপিএলে রোহিত শর্মাদের বিরুদ্ধে ২১ এপ্রিলের ম্যাচে জয়দেব উনাদকাটের শেষ ওভারে ১৭ রান নিয়ে দলকে ম্যাচ জেতান ধোনি। তাও ৪ বলে ১৬ রান দরকার, এই অবস্থায় তিনি বল ফেস করেন। আর ওই ৪ বলেই বাজিমাত। ম্যাচের পর ফিনিশার ধোনিকে কুর্নিশ জানায় চেন্নাই সুপার কিংসের সদস্যরা।

4 / 5
চর্চা জারি উমরান এক্সপ্রেসকে নিয়ে - এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সব থেকে বড় প্রাপ্তি উমরান মালিকের উত্থান। গত মরসুমে অরেঞ্জ জার্সিতে শেষবেলায় খেলেছিলেন উমরান। তাঁর গতি পরখ করে এ বার রিটেইন করে রেখেছিল হায়দরাবাদ।  বারের আইপিএলে ১৪টি ম্যাচে খেলে, ২২টি উইকেট নিয়েছেন গতির ঝড় তোলা উমরান। ১৫০-র বেশি গতিতে উমরান বল করতে পারেন। আর যা তাঁর দিকে বিশেষ নজর রাখতে বাধ্য করে।

চর্চা জারি উমরান এক্সপ্রেসকে নিয়ে - এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সব থেকে বড় প্রাপ্তি উমরান মালিকের উত্থান। গত মরসুমে অরেঞ্জ জার্সিতে শেষবেলায় খেলেছিলেন উমরান। তাঁর গতি পরখ করে এ বার রিটেইন করে রেখেছিল হায়দরাবাদ। বারের আইপিএলে ১৪টি ম্যাচে খেলে, ২২টি উইকেট নিয়েছেন গতির ঝড় তোলা উমরান। ১৫০-র বেশি গতিতে উমরান বল করতে পারেন। আর যা তাঁর দিকে বিশেষ নজর রাখতে বাধ্য করে।

5 / 5