Alica Schmidt: চিনে নিন বিশ্বের সবচেয়ে সুন্দরী অ্যাথলিটকে
জার্মান ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা অ্যালিকা স্কেমিটকে (Alica Schmidt) বিশ্বের সবচেয়ে সুন্দরী অ্যাথলিট বলা হয়ে থাকে। তিনি টোকিও অলিম্পিক ২০২০-র জার্মান রিলে দলের সদস্য ছিলেন। তবে তিনি মেয়েদের ৪০০ মিটার রিলের ফাইনালে অংশ নিতে পারেননি। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে বিরতি নিয়ে টেলিভিশন পর্দায় পা রাখলেন সুন্দরী অ্যালিকা স্কেমিট। জনপ্রিয় জার্মানি কুইজ শো "Who knows something like that?"-র হাত ধরে নতুন যাত্রা শুরু করলেন অ্যালিকা। তিনি ইন্সটাগ্রামে যথেষ্ট জনপ্রিয়। তাঁর ফলোয়ার সংখ্যা ২.৮ মিলিয়ন। সুন্দরী অ্যালিকা নেটদুনিয়ায় নিয়মিত নিজের ছবি ও ভিডিও শেয়ার করে আগুন ঝরান।
Most Read Stories