CWG 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক সিন্ধু-মনপ্রীত

আজ, বৃহস্পতিবার মাঝরাতে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকে দু'বারের পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধুর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংও।

| Edited By: | Updated on: Jul 28, 2022 | 9:24 AM
আজ, বৃহস্পতিবার মাঝরাতে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকে দু'বারের পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধুর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংও। (ছবি-মনপ্রীত সিং টুইটার)

আজ, বৃহস্পতিবার মাঝরাতে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকে দু'বারের পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধুর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংও। (ছবি-মনপ্রীত সিং টুইটার)

1 / 5
বুধবার, ২৭ জুলাই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বারের কমনওয়েলথ গেমসের পতাকাবাহক হিসেবে পিভি সিন্ধুর নাম ঘোষণা করা হয়। যদিও টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়াকে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পতাকাবাহক হিসেবে প্রাথমিকভাবে ভেবে রেখেছিল আইওএ। তবে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা হয়নি। (ছবি-ইন্ডিয়া অলিম্পিক 
টুইটার)

বুধবার, ২৭ জুলাই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বারের কমনওয়েলথ গেমসের পতাকাবাহক হিসেবে পিভি সিন্ধুর নাম ঘোষণা করা হয়। যদিও টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়াকে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পতাকাবাহক হিসেবে প্রাথমিকভাবে ভেবে রেখেছিল আইওএ। তবে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা হয়নি। (ছবি-ইন্ডিয়া অলিম্পিক টুইটার)

2 / 5
আইওএ-র ভারপ্রাপ্ত সভাপতি অনিল খান্না, আইওএ মহাসচিব রাজীব মেহতা, আইওএ কোষাধ্যক্ষ আনন্দেশ্বর পান্ডে এবং টিম ইন্ডিয়ার শেফ দি মিশন রাজেশ ভান্ডারিকে নিয়ে গঠিত চার সদস্যের কমিটি সিন্ধুর পাশাপাশি পতাকাবাহক হিসেবে মনপ্রীতকে বেছে নিয়েছে। (ছবি-মনপ্রীত সিং টুইটার)

আইওএ-র ভারপ্রাপ্ত সভাপতি অনিল খান্না, আইওএ মহাসচিব রাজীব মেহতা, আইওএ কোষাধ্যক্ষ আনন্দেশ্বর পান্ডে এবং টিম ইন্ডিয়ার শেফ দি মিশন রাজেশ ভান্ডারিকে নিয়ে গঠিত চার সদস্যের কমিটি সিন্ধুর পাশাপাশি পতাকাবাহক হিসেবে মনপ্রীতকে বেছে নিয়েছে। (ছবি-মনপ্রীত সিং টুইটার)

3 / 5
আইওএ-র ভারপ্রাপ্ত সভাপতি অনিল খান্না জানান, মনপ্রীত সিংয়ের নেতৃত্বেই গত বছর টোকিও অলিম্পিক থেকে ভারত ব্রোঞ্জ পেয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সেরা ক্রীড়াবিদদের একজন তিনি। তাই সিন্ধুর পাশাপাশি কমনওয়েলথে পতাকাবাহক হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে। (ছবি-মনপ্রীত সিং টুইটার)

আইওএ-র ভারপ্রাপ্ত সভাপতি অনিল খান্না জানান, মনপ্রীত সিংয়ের নেতৃত্বেই গত বছর টোকিও অলিম্পিক থেকে ভারত ব্রোঞ্জ পেয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সেরা ক্রীড়াবিদদের একজন তিনি। তাই সিন্ধুর পাশাপাশি কমনওয়েলথে পতাকাবাহক হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে। (ছবি-মনপ্রীত সিং টুইটার)

4 / 5
এর আগে গত বছর টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করার দায়িত্ব পালন করেছিলেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম (Mary Kom) ও ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh)। (ছবি-ইন্ডিয়া অলিম্পিক 
টুইটার)

এর আগে গত বছর টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করার দায়িত্ব পালন করেছিলেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম (Mary Kom) ও ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh)। (ছবি-ইন্ডিয়া অলিম্পিক টুইটার)

5 / 5
Follow Us: