Honey for Frizzy Hair: রুক্ষ-শুষ্ক চুলে জেল্লা ফিরে পেতে চান? ফ্রিজি হেয়ারের উপর মধু মাখুন এভাবে

TV9 Bangla Digital | Edited By: megha

Mar 02, 2023 | 1:56 PM

Hair Care Tips: ফ্রিজি হেয়ারের সমস্যাকে বশে রাখতে হেয়ার মাস্ক, স্পা অনেক কিছুর সাহায্য নিয়ে থাকেন। কিন্তু হেঁশেলে কার্যকর উপাদান থাকতে আপনি কেন স্যালোঁয় গিয়ে হাজার খানেক টাকা খরচ করবেন?

1 / 8
শুষ্ক চুল আর তৈলাক্ত স্ক্যাল্প কারও পছন্দ নয়। এতে চুল নিস্তেজ দেখায়। আর বসন্তের আবহে সবচেয়ে বেশি ফ্রিজি হেয়ারের সমস্যা দেখা দেয়। উড়ো চুলকে বশ করতে নিয়ম করে অনেকেই স্যালোঁয় গিয়ে হেয়ার স্পা করান। কিন্তু তাতেও খুব বেশি উপকার পাওয়া যায় না।

শুষ্ক চুল আর তৈলাক্ত স্ক্যাল্প কারও পছন্দ নয়। এতে চুল নিস্তেজ দেখায়। আর বসন্তের আবহে সবচেয়ে বেশি ফ্রিজি হেয়ারের সমস্যা দেখা দেয়। উড়ো চুলকে বশ করতে নিয়ম করে অনেকেই স্যালোঁয় গিয়ে হেয়ার স্পা করান। কিন্তু তাতেও খুব বেশি উপকার পাওয়া যায় না।

2 / 8
ফ্রিজি হেয়ারের সমস্যাকে বশে রাখতে হেয়ার মাস্ক, স্পা অনেক কিছুর সাহায্য নিয়ে থাকেন। কিন্তু হেঁশেলে কার্যকর উপাদান থাকতে আপনি কেন স্যালোঁয় গিয়ে হাজার খানেক টাকা খরচ করবেন?

ফ্রিজি হেয়ারের সমস্যাকে বশে রাখতে হেয়ার মাস্ক, স্পা অনেক কিছুর সাহায্য নিয়ে থাকেন। কিন্তু হেঁশেলে কার্যকর উপাদান থাকতে আপনি কেন স্যালোঁয় গিয়ে হাজার খানেক টাকা খরচ করবেন?

3 / 8
উড়ো চুলের সমস্যায় নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে অনেকটা উপকার পাওয়া যায়। কিন্তু আপনি যদি তাৎক্ষণিক ফল পেতে চান, তাহলে আপনি বাড়িতে তৈরি হেয়ার মাস্কের উপর ভরসা রাখতে পারেন।

উড়ো চুলের সমস্যায় নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে অনেকটা উপকার পাওয়া যায়। কিন্তু আপনি যদি তাৎক্ষণিক ফল পেতে চান, তাহলে আপনি বাড়িতে তৈরি হেয়ার মাস্কের উপর ভরসা রাখতে পারেন।

4 / 8
উড়ো চুলকে বশে আনতে আপনি মধুর সাহায্য নিতে পারেন। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনে করা একটি গবেষণা অনুযায়ী, মধু হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার, যা চুল ও স্কাল্পের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

উড়ো চুলকে বশে আনতে আপনি মধুর সাহায্য নিতে পারেন। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনে করা একটি গবেষণা অনুযায়ী, মধু হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার, যা চুল ও স্কাল্পের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

5 / 8
অন্যদিকে, মধুর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। এটি খুশকির সমস্যা কমায় এবং চুল পড়া কমায়। মধু চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। কিন্তু ফ্রিজি হেয়ারের সমস্যাকে দূর করতে কীভাবে মধু ব্যবহার করবেন, জানেন?

অন্যদিকে, মধুর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। এটি খুশকির সমস্যা কমায় এবং চুল পড়া কমায়। মধু চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। কিন্তু ফ্রিজি হেয়ারের সমস্যাকে দূর করতে কীভাবে মধু ব্যবহার করবেন, জানেন?

6 / 8
এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এর সঙ্গে ১ টা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের গোড়া পর্যন্ত লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এর সঙ্গে ১ টা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের গোড়া পর্যন্ত লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

7 / 8
টক দইও চুলের জন্য দারুণ উপকারী। ১ বাটি টক দই নিন। তাতে ২ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগিয়ে নিন। এই হেয়ার মাস্ক আপনার স্ক্যাল্পে তেলতেলে ভাব দূর করে। এই হেয়ার মাস্ক আপনি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন।

টক দইও চুলের জন্য দারুণ উপকারী। ১ বাটি টক দই নিন। তাতে ২ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগিয়ে নিন। এই হেয়ার মাস্ক আপনার স্ক্যাল্পে তেলতেলে ভাব দূর করে। এই হেয়ার মাস্ক আপনি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন।

8 / 8
কলা ও মধুর হেয়ার মাস্ক বানিয়ে নিন। ১টা পাকা কলা ম্যাশ করে নিন। তাতে ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুল ও স্ক্যাল্পে লাগান। ৩০-৪০ মিনিট চুলে এই হেয়ার মাস্ক লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। এতে ফ্রিজি হেয়ারের সমস্যা দূর হয়ে যাবে।

কলা ও মধুর হেয়ার মাস্ক বানিয়ে নিন। ১টা পাকা কলা ম্যাশ করে নিন। তাতে ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুল ও স্ক্যাল্পে লাগান। ৩০-৪০ মিনিট চুলে এই হেয়ার মাস্ক লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। এতে ফ্রিজি হেয়ারের সমস্যা দূর হয়ে যাবে।

Next Photo Gallery