Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মদ রাখারও রয়েছে নিয়ম! বাড়িতে কোন মদ কত লিটার রাখা যায়, জানেন?

Alcohol Rules: পঞ্জাবে ভারতে তৈরি বিদেশি মদ দুই বোতল রাখা যায় বাড়িতে। আপনি বিয়ার এক পেটি রাখতে পারবেন। দেশি মদও দুই বোতল রাখা যায়।

| Updated on: May 15, 2024 | 1:38 PM
আগে মদ্যপান করাকে খাটো চোখে দেখা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে মানসিকতা, ধারণাও বদলেছে। বর্তমানে মদ্যপান অপরাধ নয়, বরং এটাই ট্রেন্ডিং। মদ্যপান করে অনেকে নিজেকে কুল প্রমাণ করেন।

আগে মদ্যপান করাকে খাটো চোখে দেখা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে মানসিকতা, ধারণাও বদলেছে। বর্তমানে মদ্যপান অপরাধ নয়, বরং এটাই ট্রেন্ডিং। মদ্যপান করে অনেকে নিজেকে কুল প্রমাণ করেন।

1 / 8
অনেকের বাড়িতেই মদ মজুত করে রাখা হয়। কিন্তু জানেন কি, বাড়িতে কত মদের বোতল রাখা যায়? দেশের একাধিক রাজ্যেই বাড়িতে মদ রাখার সীমা ধার্য রয়েছে।

অনেকের বাড়িতেই মদ মজুত করে রাখা হয়। কিন্তু জানেন কি, বাড়িতে কত মদের বোতল রাখা যায়? দেশের একাধিক রাজ্যেই বাড়িতে মদ রাখার সীমা ধার্য রয়েছে।

2 / 8
মূলত, অনিয়মিত জীবনযাপন এবং অত্যধিক মানসিক চাপ রক্তচাপের মাত্রা বেড়ে যাওয়ার কারণ। এছাড়া ওবেসিটি, ডায়াবেটিসের সমস্যাতেও রক্তচাপ বাড়তে পারে

মূলত, অনিয়মিত জীবনযাপন এবং অত্যধিক মানসিক চাপ রক্তচাপের মাত্রা বেড়ে যাওয়ার কারণ। এছাড়া ওবেসিটি, ডায়াবেটিসের সমস্যাতেও রক্তচাপ বাড়তে পারে

3 / 8
বিদেশি মদের ক্ষেত্রে (আমদানি করা ও তৈরি করা) বাড়িতে আইনত দেড় লিটার মদ রাখা যায়। ওয়াইন রাখা যায় ২ লিটার। বিয়ার ৬ লিটার পর্যন্ত রাখা যায়।

বিদেশি মদের ক্ষেত্রে (আমদানি করা ও তৈরি করা) বাড়িতে আইনত দেড় লিটার মদ রাখা যায়। ওয়াইন রাখা যায় ২ লিটার। বিয়ার ৬ লিটার পর্যন্ত রাখা যায়।

4 / 8
তবে রাজ্যভিত্তিকও মদ রাখার পরিমাণে ফারাক রয়েছে। যেমন দিল্লিতে আপনি বাড়িতে ১৮ লিটা মদ রাখতে পারেন। রাম, হুইস্কি, ভদকার মতো হার্ড ড্রিঙ্কস সর্বাধিক ৯ লিটার রাখা যায়।

তবে রাজ্যভিত্তিকও মদ রাখার পরিমাণে ফারাক রয়েছে। যেমন দিল্লিতে আপনি বাড়িতে ১৮ লিটা মদ রাখতে পারেন। রাম, হুইস্কি, ভদকার মতো হার্ড ড্রিঙ্কস সর্বাধিক ৯ লিটার রাখা যায়।

5 / 8
কিন্তু দিল্লি থেকে যদি আপনি অন্য কোনও রাজ্যে মদ নিয়ে যেতে চান, সেক্ষেত্রে সর্বাধিক ১ লিটার মদ নিয়ে যাওয়া যাবে।

কিন্তু দিল্লি থেকে যদি আপনি অন্য কোনও রাজ্যে মদ নিয়ে যেতে চান, সেক্ষেত্রে সর্বাধিক ১ লিটার মদ নিয়ে যাওয়া যাবে।

6 / 8
পঞ্জাবীরা মদ্যপান করতে ভালবাসেন। একথা সকলের জানা। তাই পঞ্জাবে মদ রাখার নিয়মেও শিথিলতা রয়েছে। পঞ্জাবে ভারতে তৈরি বিদেশি মদ দুই বোতল রাখা যায় বাড়িতে।  আপনি বিয়ার এক পেটি রাখতে পারবেন। দেশি মদও দুই বোতল রাখা যায়।

পঞ্জাবীরা মদ্যপান করতে ভালবাসেন। একথা সকলের জানা। তাই পঞ্জাবে মদ রাখার নিয়মেও শিথিলতা রয়েছে। পঞ্জাবে ভারতে তৈরি বিদেশি মদ দুই বোতল রাখা যায় বাড়িতে। আপনি বিয়ার এক পেটি রাখতে পারবেন। দেশি মদও দুই বোতল রাখা যায়।

7 / 8
হিমাচল প্রদেশে মদের ফোয়ারা ছোটালেও সমস্যা নেই, কারণ এখানে বাড়িতে সর্বাধিক ৪৮টি বিয়ারের বোতল রাখা যায়। হুইস্কি রাখা যায় ৩৬ বোতল পর্যন্ত।

হিমাচল প্রদেশে মদের ফোয়ারা ছোটালেও সমস্যা নেই, কারণ এখানে বাড়িতে সর্বাধিক ৪৮টি বিয়ারের বোতল রাখা যায়। হুইস্কি রাখা যায় ৩৬ বোতল পর্যন্ত।

8 / 8
Follow Us: