Calluses: পায়ে কড়া পড়েছে? ঘরোয়া উপায়ে ফিরে পান কোমলতা…

Home Remedies: আমাদের এমন অনেকেই রয়েছেন যাঁরা পায়ের দিকে বিশেষ নজর দেন না। খেয়াল করলে দেখা যাবে নানা কারণে পায়ে কড়া পড়ে গিয়েছে। কিন্তু এটা মোটেই ভাল নয়। পায়ে কড়াকে আপনি ঘরোয়া উপায়েও দূর করতে পারেন। কীভাবে, চলুন দেখে নেওয়া যাক...

| Edited By: | Updated on: Jul 21, 2022 | 4:40 PM
আমাদের এমন অনেকেই রয়েছেন যাঁরা পায়ের দিকে বিশেষ নজর দেন না। খেয়াল করলে দেখা যাবে নানা কারণে পায়ে কড়া পড়ে গিয়েছে। কিন্তু এটা মোটেই ভাল নয়। পায়ে কড়াকে আপনি ঘরোয়া উপায়েও দূর করতে পারেন। কীভাবে, চলুন দেখে নেওয়া যাক...

আমাদের এমন অনেকেই রয়েছেন যাঁরা পায়ের দিকে বিশেষ নজর দেন না। খেয়াল করলে দেখা যাবে নানা কারণে পায়ে কড়া পড়ে গিয়েছে। কিন্তু এটা মোটেই ভাল নয়। পায়ে কড়াকে আপনি ঘরোয়া উপায়েও দূর করতে পারেন। কীভাবে, চলুন দেখে নেওয়া যাক...

1 / 5
প্রতিদিন পা পরিষ্কার করা জরুরি। এর জন্য গরম জলে এক চামচ বেকিং সোডা দিন। এতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। তারপর একটি জালি বা স্ক্রাবারের সাহায্যে পা ঘষে নিন। এরপর পা ভাল করে পরিষ্কার করে ক্রিম লাগিয়ে নিন।

প্রতিদিন পা পরিষ্কার করা জরুরি। এর জন্য গরম জলে এক চামচ বেকিং সোডা দিন। এতে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। তারপর একটি জালি বা স্ক্রাবারের সাহায্যে পা ঘষে নিন। এরপর পা ভাল করে পরিষ্কার করে ক্রিম লাগিয়ে নিন।

2 / 5
অনেক সময় সঠিক মাপের জুতো ব্যবহার না করার জন্যও এই কড়া পড়ার সমস্যা দেখা দিতে পারে। প্রতিবার সঠিক মাপের জুতো কিনুন। স্টাইল অবশ্যই করবেন, কিন্তু যে জুতো আপনার পাকে বেশি আরামে রাখবে সেটা বেছে নিন।

অনেক সময় সঠিক মাপের জুতো ব্যবহার না করার জন্যও এই কড়া পড়ার সমস্যা দেখা দিতে পারে। প্রতিবার সঠিক মাপের জুতো কিনুন। স্টাইল অবশ্যই করবেন, কিন্তু যে জুতো আপনার পাকে বেশি আরামে রাখবে সেটা বেছে নিন।

3 / 5
পায়ে বার বার জল লাগছে। ক্রমাগত আপনি সাবান জল লাগাচ্ছেন পায়ে। এমন অভ্যাস ত্যাগ করুন। পা সর্বদা শুকনো রাখুন। নোংরা জল যদি পায়ে লাগে কখনও তাহলে ভাল করে পা ধুয়ে নিন। এরপর কিন্তু ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

পায়ে বার বার জল লাগছে। ক্রমাগত আপনি সাবান জল লাগাচ্ছেন পায়ে। এমন অভ্যাস ত্যাগ করুন। পা সর্বদা শুকনো রাখুন। নোংরা জল যদি পায়ে লাগে কখনও তাহলে ভাল করে পা ধুয়ে নিন। এরপর কিন্তু ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

4 / 5
পায়ের যত্নের জন্য পেডিকিওর করান। অনেকেই ভাবেন এতে টাকা নষ্ট ছাড়া আর কিছু হয় না। এটা সম্পূর্ণ ভুল। নিয়মিত পেডিকিওর করলে পা ভাল থাকে। সহজে পায়ে কড়া পড়ে না। যদি পার্লারে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই পায়ের যত্ন নিন।

পায়ের যত্নের জন্য পেডিকিওর করান। অনেকেই ভাবেন এতে টাকা নষ্ট ছাড়া আর কিছু হয় না। এটা সম্পূর্ণ ভুল। নিয়মিত পেডিকিওর করলে পা ভাল থাকে। সহজে পায়ে কড়া পড়ে না। যদি পার্লারে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই পায়ের যত্ন নিন।

5 / 5
Follow Us: