Thick and Long Eyelashes: কাজল কালো চোখে প্রিয়জনের নজর কাড়তে চান? এই ৫ টোটকায় পান ঘন পল্লব

Home Remedies: চোখের পাতা কারও পাতলা হয়, আবার কারও ঘন। পাতলা চোখের পাতা ঘন করতে অনেকেই মাস্কারার সাহায্য নেন। কিন্তু প্রাকৃতিক উপায়েও আপনি চোখের পাতা ঘন করতে পারেন।

| Edited By: | Updated on: Nov 15, 2022 | 11:40 AM
চোখের পাতা কারও পাতলা হয়, আবার কারও ঘন। পাতলা চোখের পাতা ঘন করতে অনেকেই মাস্কারার সাহায্য নেন। কিন্তু প্রাকৃতিক উপায়েও আপনি চোখের পাতা ঘন করতে পারেন। কীভাবে, চলুন জেনে নেওয়া যাক...

চোখের পাতা কারও পাতলা হয়, আবার কারও ঘন। পাতলা চোখের পাতা ঘন করতে অনেকেই মাস্কারার সাহায্য নেন। কিন্তু প্রাকৃতিক উপায়েও আপনি চোখের পাতা ঘন করতে পারেন। কীভাবে, চলুন জেনে নেওয়া যাক...

1 / 6
চোখের পাতা কিংব ভুরু পল্লব ঘন করার সহজ উপায় হল ক্যাস্টর অয়েল ব্যবহার করা। এই তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে। আঙুলের ডগায় সামান্য ক্যাস্টর অয়েল নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। নিয়মিত এটা করলেই চোখের পাতা ঘন হবে।

চোখের পাতা কিংব ভুরু পল্লব ঘন করার সহজ উপায় হল ক্যাস্টর অয়েল ব্যবহার করা। এই তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে। আঙুলের ডগায় সামান্য ক্যাস্টর অয়েল নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। নিয়মিত এটা করলেই চোখের পাতা ঘন হবে।

2 / 6
ভিটামিন ই তেলও চোখের পাতা ঘন করতে দারুণ উপযোগী। মাস্কারা লাগানোর আগে আপনি ভিটামিন ই তেল চোখের পাতায় লাগিয়ে নিতে পারেন। এতে চোখের পাতা ঘন দেখাবে।

ভিটামিন ই তেলও চোখের পাতা ঘন করতে দারুণ উপযোগী। মাস্কারা লাগানোর আগে আপনি ভিটামিন ই তেল চোখের পাতায় লাগিয়ে নিতে পারেন। এতে চোখের পাতা ঘন দেখাবে।

3 / 6
নারকেল, বাদাম এবং অলিভ অয়েল, এই তিনটে তেল একসঙ্গে মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলের মিশ্রণ আঙুলের ডগায় নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। অল্প দিনের মধ্যে চোখের পাতা ঘন হয়ে উঠবে।

নারকেল, বাদাম এবং অলিভ অয়েল, এই তিনটে তেল একসঙ্গে মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলের মিশ্রণ আঙুলের ডগায় নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। অল্প দিনের মধ্যে চোখের পাতা ঘন হয়ে উঠবে।

4 / 6
শিয়া বাটারের মধ্যে ভিটামিন ই এবং এ রয়েছে। এটি চোখের পাতাকে পুষ্টি জোগায়। আঙুলের ডগায় অল্প শিয়া বাটার নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। রোজ রাতে এই পদ্ধতি মেনে চললে চোখের পাতা হবে।

শিয়া বাটারের মধ্যে ভিটামিন ই এবং এ রয়েছে। এটি চোখের পাতাকে পুষ্টি জোগায়। আঙুলের ডগায় অল্প শিয়া বাটার নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। রোজ রাতে এই পদ্ধতি মেনে চললে চোখের পাতা হবে।

5 / 6
তেল, ক্রিম ব্যবহার না করেও আপনি চোখের পাতা ঘন করতে পারেন। গ্রিন টি আপনাকে সাহায্য করতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের পাতায় গ্রিন টি স্প্রে করুন। পরদিন সকালে চোখ ধুয়ে নেবেন। এতেও কাজ হবে।

তেল, ক্রিম ব্যবহার না করেও আপনি চোখের পাতা ঘন করতে পারেন। গ্রিন টি আপনাকে সাহায্য করতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের পাতায় গ্রিন টি স্প্রে করুন। পরদিন সকালে চোখ ধুয়ে নেবেন। এতেও কাজ হবে।

6 / 6
Follow Us: