Hair care tips: বাজার চলতি নয়, চুল ভালো রাখতে ভরসা রাখুন প্রাকৃতিক কন্ডিশনারেই

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 17, 2021 | 8:56 PM

Home remedies: বাজার চলতি প্রোডাক্টের থেকে বাড়িতে বানানো এই হেয়ার কন্ডিশনার ব্যবহার করলে ভালো ফল পাবেন। চুল শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকেও মিলবে রেহাই

1 / 6
শীত পড়লেই ত্বকের সঙ্গে চুলেরও দফারফা হয়ে যায়। খুসকির সমস্যা থেকে চুল পড়া এই সবকিছুই বেড়ে যায় শীতে। যদিও এখন জল এবং দূষণের কারণে সারাবছরই চুল পড়ে। কিন্তু শীত এলেই চুল যেন আরও বেশি রুক্ষ্ম হয়ে যায়। আর যাঁরা প্রতিদিন বাইরে বেরোন তাঁদের আরও অনেক বেশি সমস্যায় পড়তে হয়। এদিকে প্রতিদিন শ্যাম্পু করাও সবার পক্ষে সম্ভব নয়। তবে শীতে ত্বক এবং চুল পরিষ্কার রাখা একান্ত জরুরি। তবে শ্যাম্পু করলে আনেকের চুল আরও বেশি রুক্ষ্ম লাগে। এক্ষেত্রে শ্যাম্পুর পর নিয়ম করে কন্ডিশনারও লাগাতে হবে। তবে বাজারজাত কন্ডিশনার না কিনে ব্যবহার করতে পারেন ঘরে বানানো কন্ডিশনার। এই কন্ডিশনার বানানো সহজ আর স্টোর করেও রাখা যায়।

শীত পড়লেই ত্বকের সঙ্গে চুলেরও দফারফা হয়ে যায়। খুসকির সমস্যা থেকে চুল পড়া এই সবকিছুই বেড়ে যায় শীতে। যদিও এখন জল এবং দূষণের কারণে সারাবছরই চুল পড়ে। কিন্তু শীত এলেই চুল যেন আরও বেশি রুক্ষ্ম হয়ে যায়। আর যাঁরা প্রতিদিন বাইরে বেরোন তাঁদের আরও অনেক বেশি সমস্যায় পড়তে হয়। এদিকে প্রতিদিন শ্যাম্পু করাও সবার পক্ষে সম্ভব নয়। তবে শীতে ত্বক এবং চুল পরিষ্কার রাখা একান্ত জরুরি। তবে শ্যাম্পু করলে আনেকের চুল আরও বেশি রুক্ষ্ম লাগে। এক্ষেত্রে শ্যাম্পুর পর নিয়ম করে কন্ডিশনারও লাগাতে হবে। তবে বাজারজাত কন্ডিশনার না কিনে ব্যবহার করতে পারেন ঘরে বানানো কন্ডিশনার। এই কন্ডিশনার বানানো সহজ আর স্টোর করেও রাখা যায়।

2 / 6
অ্যালোভেরা আর মধু- অ্যালোভেরা জেল নিন দু থেকে চার চামচ। এবার ওর মধ্যে সামান্য মধু মিশিয়ে নিলেই তৈরি কন্ডিশনার। টাটকা অ্যালোভেরা জেল হলে আরও ভালো।

অ্যালোভেরা আর মধু- অ্যালোভেরা জেল নিন দু থেকে চার চামচ। এবার ওর মধ্যে সামান্য মধু মিশিয়ে নিলেই তৈরি কন্ডিশনার। টাটকা অ্যালোভেরা জেল হলে আরও ভালো।

3 / 6
নারকেল তেল আর লেবু- শ্যাম্পু করার আগের রাতে নারকেল তেল গরম করে ওর সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে মালিশ করুন। সারা রাত রেখে দিন। পরের দিন সালফেট ফ্রি শ্যাম্পু লাগিয়ে চুল ভালো করে ধুয়ে নিন। এতে চুল থাকবে মোলায়েম।

নারকেল তেল আর লেবু- শ্যাম্পু করার আগের রাতে নারকেল তেল গরম করে ওর সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে মালিশ করুন। সারা রাত রেখে দিন। পরের দিন সালফেট ফ্রি শ্যাম্পু লাগিয়ে চুল ভালো করে ধুয়ে নিন। এতে চুল থাকবে মোলায়েম।

4 / 6
কলা ও মধু- শুকনো চুলে পাকা কলা আর মধু ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে লাগান। কলা চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে। সেই সঙ্গে চুলের শাইন বজায় থাকে। চুল থাকে মোলায়েম। এই প্যাক অন্তত ৪৫ মিনিট রেখে শ্যাম্পু করুন। এতে ভালো ফল পাবেন।

কলা ও মধু- শুকনো চুলে পাকা কলা আর মধু ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে লাগান। কলা চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে। সেই সঙ্গে চুলের শাইন বজায় থাকে। চুল থাকে মোলায়েম। এই প্যাক অন্তত ৪৫ মিনিট রেখে শ্যাম্পু করুন। এতে ভালো ফল পাবেন।

5 / 6
ডিম আর অলিভ অয়েল- ডিমের কুসুম চুলের জন্য খুব ভালো। ডিমের কুসুম, অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এবার শুকনো চুলে তা লাগান। ব১ ঘন্টা রেখে ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন। এতে চুল থাকবে নরম।

ডিম আর অলিভ অয়েল- ডিমের কুসুম চুলের জন্য খুব ভালো। ডিমের কুসুম, অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এবার শুকনো চুলে তা লাগান। ব১ ঘন্টা রেখে ঠান্ডা জলে শ্যাম্পু করে নিন। এতে চুল থাকবে নরম।

6 / 6
অলিভ অয়েল ও মধু- দু চামচ মধু আর চার চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এবার চুল চার ভালে ভাগ করুন। শ্যাম্পু লাগানোর পর ভালো করে ধুয়ে শুকনো করে এই মিশ্রণ লাগান। ৩০ মিনিট রাখার পর আবার সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এতে খুশকির সমস্যাও দূর হবে।

অলিভ অয়েল ও মধু- দু চামচ মধু আর চার চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এবার চুল চার ভালে ভাগ করুন। শ্যাম্পু লাগানোর পর ভালো করে ধুয়ে শুকনো করে এই মিশ্রণ লাগান। ৩০ মিনিট রাখার পর আবার সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এতে খুশকির সমস্যাও দূর হবে।

Next Photo Gallery