Shopping Destinations: ভ্রমণে যাবেন, আর শপিং করবেন না! দেশের সেরা শপিং ডেস্টিনেশন কোনগুলি, দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 17, 2021 | 11:37 PM
ভ্রমণে গেলে প্রকৃতি যেমন রোমাঞ্চকর অনুভূতি দেয়, তেমনি আত্মার শান্তির জন্য কেনাকাটা হল যে কোনও ভ্রমণেরই অবিচ্ছেদ্য অংশ। তবে ভারতের বিভিন্ন রাজ্যেই রয়েছে নানা বিশেষত্ব।
1 / 6
ভারতের আইকনিক বাজার থেকে অতি-বিলাসি মল পর্যন্ত সবকিছুর ব্যবস্থার স্বর্গরাজ্য হল ভারত। আর সেখান থেকেই কেনাকাটা করার আনন্দ প্রতিরোধ করা বেশ কঠিন। তবে এত কঠিন কিছু নয়। আপনাদের সহজ করার জন্য ভারতের সেরা কেনাকাটা করার গন্তব্যস্থলের একটি লিস্টি দেওয়া হল...
2 / 6
জয়পুর- যদি ঐতিহ্যবাহী শিল্প ও নৈপুণ্যের প্রতি অনুরাগী হন,তাহলে লখনউ-য়ের মতো সেরা বাজার দেখার সুযোগ কখনও হাতছাড়া করবেন না। চিকনকারির অপূ্ব সূচিশিল্প, পারফিউম, শাস্ত্রীয় ও আকর্ষণীয় অনেক কিছু হাতের কাছে পাবেন এখানে।
3 / 6
দিল্লি- ভারতের কেনাকাটার রাজধানী এবং ঐতিহ্যবাহী ও সমসাময়িক, সব ধরনের পণ্যের বেচাকেনা চলে। সরোজিনী নগর, কনট প্লেস এবং জনপথ বাজারের মতো এলাকাগুলিতে স্ট্রিট স্টল থেকে লেবেল, সবধরণের গয়না, হস্তশিল্প এবং পোশাক মজুত রয়েছে এখানে।
4 / 6
মুম্বাই- বলিউড এবং ফ্যাশনের সঙ্গে সম্পর্কের জন্য পরিচিত এই মেট্রো শহর। এখানে ফ্যাশনের সঙ্গে প্রয়োজনীয় সবকিছু মনের মতো কেনাকাটা করার স্বাদ পাবেন। হাই স্ট্রিট ফিনিক্স হল কেনাকাটা আসক্তদের জন্য সবচেয়ে সেরা গন্তব্য। কোলাবা কজওয়ে, ফ্যাশন স্ট্রিট, লোখান্ডওয়ালা এবং হিল রোডের মতো স্থানীয় বাজারে বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারবেন।
5 / 6
কাশ্মীর- কাশ্মীর হ'ল ভারতের সমস্ত সুন্দর জিনিসের কেন্দ্রস্থল এবং চিরতরে সংরক্ষণ করার জন্য আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন। অত্যন্ত সূক্ষ্ম পশমিনা শাল, সূক্ষ্মভাবে বোনা সিল্কের কার্পেট এবং ভাল মানের জাফরানের জন্য বিখ্যাত।
6 / 6
কলকাতা- মুখে জল আনা মিষ্টি ছাড়াও, কলকাতা তার একচেটিয়া তাঁত এবং হস্তশিল্পের জন্যও পরিচিত। লাল পার শাড়ি ও পোড়ামাটির হস্তশিল্প অত্যন্ত জনপ্রিয়। রেশম এবং তসরের দুরন্ত কালেকশন রয়েছে এই শহরের। নিউমার্কেট, দক্ষিণাপন শপিং সেন্টার, চৌরিংরোড, ইত্যাদির বিখ্যাত স্ট্রিট ফুড আর কলেজস্ট্রিটে বইয়ের অফুরন্ত সংগ্রহ ভূভারতে পাবেন না।