Body Wash: বাজার চলতি নয়, পুজোর আগে বাড়িতে বানিয়ে নিন সুগন্ধি বডি ওয়াশ, বাড়বে ত্বকের জেল্লা ও কোমলতা

DIY hacks: সারাদিন ধরে নিজেকে তরতাজা রাখার জন্য স্নানের সময় অনেকেই বডি ওয়াশ ব্যবহার করেন। বাজারে একাধিক ব্র্যান্ডের সুগন্ধি বডি ওয়াশ পাওয়া যায়। ত্বককে কোমল ও মসৃণ রাখতে আপনি বাড়িতেও বডি ওয়াশ বানিয়ে নিতে পারেন।

| Edited By: | Updated on: Sep 10, 2022 | 3:14 PM
সারাদিন ধরে নিজেকে তরতাজা রাখার জন্য স্নানের সময় অনেকেই বডি ওয়াশ ব্যবহার করেন। বাজারে একাধিক ব্র্যান্ডের সুগন্ধি বডি ওয়াশ পাওয়া যায়। ত্বককে কোমল ও মসৃণ রাখতে আপনি বাড়িতেও বডি ওয়াশ বানিয়ে নিতে পারেন।

সারাদিন ধরে নিজেকে তরতাজা রাখার জন্য স্নানের সময় অনেকেই বডি ওয়াশ ব্যবহার করেন। বাজারে একাধিক ব্র্যান্ডের সুগন্ধি বডি ওয়াশ পাওয়া যায়। ত্বককে কোমল ও মসৃণ রাখতে আপনি বাড়িতেও বডি ওয়াশ বানিয়ে নিতে পারেন।

1 / 6
ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে ভাল মানের বডি ওয়াশ ব্যবহার করা জরুরি। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বডি ওয়াশ ব্যবহার করলে এটি ত্বককে পরিষ্কার করে এবং কোমল রাখে। পাশাপাশি এটি ত্বকের উপর কোনও ক্ষতিকারক প্রভাব ফেলে না।

ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে ভাল মানের বডি ওয়াশ ব্যবহার করা জরুরি। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বডি ওয়াশ ব্যবহার করলে এটি ত্বককে পরিষ্কার করে এবং কোমল রাখে। পাশাপাশি এটি ত্বকের উপর কোনও ক্ষতিকারক প্রভাব ফেলে না।

2 / 6
ত্বকের পরিষ্কার করলেও ত্বকের পিএইচ স্তর বজায় রাখা জরুরি। কিন্তু অনেক সময় বাজারের বডি ওয়াশে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বাড়ির তৈরি বডি ওয়াশে এই ভয়টা থাকে না। ফলে ত্বক অনেক বেশি ভাল থাকে।

ত্বকের পরিষ্কার করলেও ত্বকের পিএইচ স্তর বজায় রাখা জরুরি। কিন্তু অনেক সময় বাজারের বডি ওয়াশে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বাড়ির তৈরি বডি ওয়াশে এই ভয়টা থাকে না। ফলে ত্বক অনেক বেশি ভাল থাকে।

3 / 6
ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বডি ওয়াশ ভীষণ উপকারী। শুধু কাস্টাইল সোপ থাকলেই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন বডি ওয়াশ। চলুন দেখে নেওয়া যাক বডি ওয়াশের রেসিপি।

ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বডি ওয়াশ ভীষণ উপকারী। শুধু কাস্টাইল সোপ থাকলেই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন বডি ওয়াশ। চলুন দেখে নেওয়া যাক বডি ওয়াশের রেসিপি।

4 / 6
একটি পাত্রে ৪ কাপ তরল কাস্টাইল সোপ নিন। এতে ৩ কাপ আমন্ডের তেল ও ১/২ কাপ মধু মিশিয়ে নিন। এতে ১ চা চামচ গ্লিরাসিন মেশাবেন। এতে ত্বক কোমল থাকবে। এরপর এই মিশ্রণে আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েলের ১০ ফোঁটা মিশিয়ে দিন। উপাদানগুলোকে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বডি ওয়াশ।

একটি পাত্রে ৪ কাপ তরল কাস্টাইল সোপ নিন। এতে ৩ কাপ আমন্ডের তেল ও ১/২ কাপ মধু মিশিয়ে নিন। এতে ১ চা চামচ গ্লিরাসিন মেশাবেন। এতে ত্বক কোমল থাকবে। এরপর এই মিশ্রণে আপনার পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েলের ১০ ফোঁটা মিশিয়ে দিন। উপাদানগুলোকে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বডি ওয়াশ।

5 / 6
শুষ্ক ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী এই বডি ওয়াশ। এই বডি ওয়াশ ত্বককে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বক অনেক বেশি কোমল থাকে। স্নানের সময় আপনি এই বাড়িতে তৈরি বডি ওয়াশ ব্যবহার করতে পারেন।

শুষ্ক ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী এই বডি ওয়াশ। এই বডি ওয়াশ ত্বককে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বক অনেক বেশি কোমল থাকে। স্নানের সময় আপনি এই বাড়িতে তৈরি বডি ওয়াশ ব্যবহার করতে পারেন।

6 / 6
Follow Us: