DIY Toner: ত্বকে কুলিং এফেক্ট পেতে চান? বাড়িতেই বানিয়ে নিন ফেস টোনার
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 31, 2022 | 10:10 AM
পুদিনা পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যে ভরপুর। পুদিনা পাতা অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে এবং ব্রণের দাগ কমাতে খুবই কার্যকরী। তার সঙ্গে ত্বকে একটা কুলিং এফেক্ট প্রদান করে তার ফলে ত্বক সতেজ দেখায়...
1 / 6
ত্বকের জন্য টোনার কতটা কার্যকরী তা আপনারা সবাই জানেন। এটি কার্যকরভাবে ছিদ্র পরিষ্কার করে এবং ত্বককে শক্ত করে।
2 / 6
পুদিনার টোনার স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ। পুদিনার টোনার ব্যবহার করার পরে আপনি আপনার ত্বককে সতেজ এবং পুনরুজ্জীবিত অনুভব করবেন।
3 / 6
অন্যদিকে পুদিনা পাতা ব্রণ ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বক পরিস্কার করতেও সাহায্য করে। অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকায় ত্বকের মধ্যে ছিদ্রগুলিতে আটকে থাকা ময়লা বের হয়ে ত্বককে পরিস্কার রাখে।
4 / 6
১ কাপ পুদিনা পাতা নিয়ে তাতে প্রায় আধ কাপ জল নিয়ে একটু কম আঁচে ফুটিয়ে নিন। ফুটে গেলে আভেন বন্ধ করে দিন। তারপর পাত্রের উপর ঢাকনা দিয়ে রেখে দিন।
5 / 6
ঠান্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে রেখে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে নিন। দিনে ২-৩ বার মুখে টোনার হিসেবে ব্যবহার করুন।
6 / 6
পুদিনার তৈরি এই টোনার ত্বককে সুস্থ রাখার পাশাপাশি ত্বককে হাইড্রেটও রাখবে। আপনি দিনে দু'বার ত্বক পরিষ্কার করার পর এই টোনার ব্যবহার করতে পারেন। এটি আপনাকে একটা কুলিং এফেক্ট দেবে।