Bangla NewsPhoto gallery Team India wicket keeper Rishabh Pant and Olympic gold medalist Neeraj Chopra bond over photoshoot
Rishabh Pant and Neeraj Chopra: ফুরফুরে মেজাজে ফটোশুটে পন্থ-নীরজ, দেখুন ছবি
প্রথম দেখায় প্রেম হওয়ার ঘটনা অবাক করার মতো নয়। কিন্তু প্রথম সাক্ষাৎেই এক্কেবারে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলে, একটু চমক তো লাগবেই। যেমনটা হল ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) ও টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়ার (Neeraj Chopra) মধ্যে। সম্প্রতি এক ফটোশুটের জন্য প্রথম বার দেখা হয় দুই তারকার। আর সেখানে মিনিটেই তাঁরা একে অপরের সঙ্গে দারুণ ভাবে মিশে যান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন সোনার ছেলে নীরজ। এক নজরে দেখে নিন ঋষভ-নীরজের কিছু ছবি...