Incredible India: বসন্তের আদরমাখা অজানা জায়গাকে জড়িয়ে ধরতে চান! চলে যান দেশের এই ৬ সুন্দর জায়গায়
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jan 31, 2022 | 12:02 AM
শীতের শেষে বসন্তের আগমন। উত্তরে হিমালয় থেকে দক্ষিণ কন্যাকুমারী পর্যন্ত পাহাড়, সমুদ্র সৈকত ও জলপ্রপাত,সবুজ ঘেরা জঙ্গলের বিস্তার যেন শিল্পীর আঁকা জীবন্ত ক্যানভাস। বছরের যে কোনও সময়ে দেশের যে কোনও স্থানে ভ্রমণের জন্য বেড়িয়ে পড়তে পারেন। কিন্তু বসন্তের সাজে প্রকৃতি যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে, আপন খেয়ালে। আর সেই সৌন্দর্যের সাক্ষী থাকতে বিদেশে নয়, দেশের কয়েকটি জায়গাতেই পাবেন প্রকৃতির রূপ নির্যাস।
1 / 7
ফেব্রুয়ারি থেকেই বসন্তের শুরু। মার্চ পর্যন্ত তার রেশ চলে। মনোরম আবহাওয়া, শিরশিরে ঠাণ্ডা বাতাস, হালকা উষ্ণতার অনুভূতি। সারা দেশে ভ্রমণের জন্য আদর্শ ঋতু। এই বসন্তে ভারতে কোথায় গেলে প্রকৃতির সৌন্দর্যে চাক্ষুস করতে পারবেন, তার তালিকা এখানে দেওয়া রইল...
2 / 7
হিমালয়ের পাদদেশে, পশ্চিমবঙ্গে জনপ্রিয় হিল স্টেশন দার্জিলিংয়ের সবুজ প্রকৃতি ঘেরা ও বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য একেবারে হাতের নাগালের মধ্যে দেখতে পাবেন এই সময়। রয়েছে রডোডেনড্রন ফুলের অপূর্ব দৃশ্য। টাইগার হিল, বাতাসিয়া লুপ, নাইটেঙ্গেল পার্ক, দার্জিলিং রক গার্ডেন, দার্জিলিং পিস পাগোডা, চা বাগান দেখার সুবর্ণ সময়।
3 / 7
হিমাচল প্রদেশের কাঙ্গরা জেলার পাহাড়ি ছোট গ্রাম বীর। ইকো ট্যুরিজম ও মেডিটেশন কেন্দ্র হিসেবে অত্যন্ত জনপ্রিয় এই জায়গায় রয়েছে বীর তিব্বতীয় কলোনি। ১৯৬০ সালে তিব্বত থেকে ভারতে প্রবেশ করলে ১৯৫৯ সালে তিব্বতীয়রা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। পর্যটকরা এখানে বৌদ্ধ মঠ, গুনেহার জলপ্রপাত, পালপাং শারেবলিং মঠ, ডিয়ার পার্ক ইনস্টিটিউট, তাশি জং মঠ ঘুরে দেখতে পারেন। হ্য়াং গ্লাইডিং, ক্যাম্পিং, প্যারাগ্লাইডিং, ট্রেকিংয়ের মতো রোমাঞ্চকর ক্রিয়াকলাপের সুযোগ রয়েছে এখানে।
4 / 7
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত অরুণাচল প্রদেশের জিরো ভ্যালি বসন্তকালীন ভ্রমণের জন্য উপযুক্ত জায়গা। মেঘনা গুহা মন্দির, জিরো প্লুটো, তারিন ফিশ ফার্ম, ট্য়ালি ভ্যালি ও কাইল পাখোর মতো সুন্দর জায়গায় ভ্রমণ করতে পারেন পর্যটকরা।
5 / 7
জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার অসাধারণ জায়গা হল গুলমার্গ। পশ্চিম হিমালয়ের পীর পিঞ্জল রেঞ্জের পর্বতশৃঙ্গের পাদদেশে অবস্থিত এই সুন্দর জায়গাটি স্বর্গের দ্বারের মত। তবে এই জায়গাটি পূর্বে নাম ছিল গৌরি মার্গ। গুলমার্গ গল্ফ কোর্স, চিল্ড্রেন পার্ক, আলপাথার লেক, গুলমার্গ গোনডোলা, স্ট্রবেরি ভ্যালি দেখার জন্য বসন্তকালই সেরা।
6 / 7
প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য়। কেরালার ওয়ানাদের প্রকৃতির মাঝে এখনও ৮টি উপজাতির বাস রয়েছে। রয়েছে মহামূল্যবান সব ইতিহাস। ইদাক্কাল গুহা, চেম্বরা পিক, পোকোড়ে লেক, ব্যাম্বু ফরেস্ট, ফ্য়ান্টম রক, অভয়ারণ্য, শোচিপোড়া জলপ্রপাত ও বাঁনাসুরা সাগর বাঁধে ঘুরতে যেতে পারেন এই সময়।
7 / 7
বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকেবর দ্বীপপুঞ্জের সৈকতগুলি দেখার মত। সাদা বালির সৈকত, নীল সমুদ্রের জল, সারি সারি নারকেল গাছ, কোরাল দ্বীপ-সহ ২০০টি দ্বীপ রয়েছে এখানে। দিগলিপুর, রঙ্গত, সেলুলার জেল, রাধানগর বিচ, রোজ আইল্যান্ড, মহাত্মা গান্ধী মেরিন জাতীয় পার্ক, লক্ষ্মণপুর বিচ, সামুদ্রিকা মেরিন মিউজিয়াম, হ্য়াভলক আইল্যান্ডে ঘুরে আসতে পারেন অনায়াসেই।