TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Sep 01, 2021 | 5:45 PM
কালো ঘন চুল যেমন অনেকের পছন্দ, তেমন অনেকেই আবার হেয়ার কালার অর্থাৎ চুলে রঙ করতেই বেশি ভালবাসেন। এটা কিন্তু সাদা চুলকে ঢেকে কালো করা নয়। বরং কালো চুলকে সদিচ্ছায় সাদা করেন অনেকে। আজকাল তো চিরাচরিত হেয়ার কালারের শেডের পাশাপাশি নিয়ন রঙের স্ট্রিকস করে চুলে একদম অন্য লুক দেন তরুণ প্রজন্মের অনেকেই। বিশেষ করে নীল আর গ্রে হেয়ার কালার এখন ফ্যাশনে ইন।
শুধু চুলে রঙ করে নিলেই তো হবে না, সেই রঙ যাতে স্থায়ী হয় তার জন্য কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। নয়তো খরচ করে শখ পূরণ করা হলেও তার স্থায়িত্ব বেশিদিন হবে না। তাই চুলের রঙ পাকা করতে অর্থাৎ স্থায়ী করতে কী কী নিয়ম মেনে চলবেন দেখে নিন।
প্রথমবার রঙ করার ৭২ ঘণ্টার মধ্যে চুলে শ্যাম্পু না করাই ভাল। কারণ রঙ করার পর চুলে সেই ডাই বা কালার বসতে সময় লাগে। এর জন্য অন্তত ৭২ ঘণ্টা প্রয়োজন। তার আগেই যদি আপনি শ্যাম্পু করে ফেলেন, তাহলে রঙ ফিকে বা হাল্কা হয়ে যাবে।
চুলে রঙ করার পর গরম জল দিয়ে কখনই চুল ধোবেন না। এতে হেয়ার কালারের বারোটা বেজে যেতে বেশি সময় লাগবে না। অল্পদিনের মধ্যেই দেখবেন রঙ ফ্যাকাশে হয়ে গিয়েছে।
ঘন ঘন শ্যাম্পু করার অভ্যাস থাকলে অবিলম্বে তা পরিবর্তন করুন। কারণ যত বেশি শ্যাম্পু করবেন, চুলের রঙ ততই হাল্কা এবং ফিকে হবে।
চুলে রঙ করলে সালফেট মিশ্রিত শ্যাম্পু ব্যবহার করুন। আর তার পরবর্তী পর্যায় অর্থাৎ চুলে কন্ডিশনার লাগিয়ে হেয়ার কন্ডিশনিং করার ব্যাপারটা বাদ দিন।
সূর্যের প্রখর তেজে এমনিতেই চুলের নানাবিধ ক্ষতি হয়। অতিরিক্ত সূর্যালোক চুলের রঙ ফ্যাকাশে হয়ে যাওয়ার ক্ষেত্রেও অন্যতম কারণ। তাই রঙ করা চুল সাবধানে রাখতে হলে সূর্যের তেজ থেকে বাঁচাতে হবে।