সোম থেকে শুক্র সময় হয় না চুলের পরিচর্চা করার। কিন্তু চুলের যত্ন না নিলেও হাজারো সমস্যা দেখা দেবে। চুল পড়তে শুরু করবে, খুশকির সমস্যা দেখা দেবে। তাই সারা সপ্তাহ সময় না হলেও ছুটির দিনে চুলের বিশেষ পরিচর্চা করুন এইভাবে...
চুল যদি খুব রুক্ষ ও শুষ্ক হয় তাহলে চুলের দিনে একটু ধৈর্য ধরে শ্যাম্পু করুন। যাঁদের প্রতিদিন বাড়ির বাইরে বের হতে হয় তাঁদের চুল বেশি ধুলো, বালি এবং সূর্যরশ্মির সংস্পর্শে হয়। তাই ছুটির দিনে ভাল করে শ্যাম্পু করুন যাতে চুলের মধ্যে থাকা সমস্ত ময়লা দূর হয়ে যায়।
ছুটির দিনে ডিপ কন্ডিশনিং করুন। আপনার চুলে যদি ফ্রিজিনেসের সমস্যা থাকে তাহলে ডিপ কন্ডিশনিং আপনাকে মসৃণ চুল পেতে সাহায্য করবে। পাশাপাশি আপনার চুলের আর্দ্রতা বজায় থাকবে।
সারা সপ্তাহে জুড়ে চুলে তেলে মাখার সময় হয় না? ছুটির দিনে চুলে হট অয়েল ম্যাসাজ করতে পারেন। নারকেল তেলকে সামান্য গরম করে নিয়ে স্ক্যাল্প ও চুলে মালিশ করুন। এতে চুলের গোড়া মজবুত হবে এবং চুলের উজ্জ্বলতা বাড়বে।
আপনার চুলে যদি হাইলাইট বা রঙ করা থাকে তাহলে ছুটির দিনে চুলের খেয়াল রাখুন। কালার প্রোটেকট্যান্ট প্রডাক্ট ব্যবহার করুন। প্রয়োজন বাড়িতেই স্পা করতে পারেন। এতে চুলের রঙ অনেকদিন পর্যন্ত স্থায়ী হবে।
দুটোই যখন ছুটির দিন তাহলে এই দু'দিন চুলকেও একটু বিশ্রাম দিন। চুলে কোনও রকম হেয়ার টুলস ব্যবহার করবেন না। হিটের কারণে চুল দ্রুত নষ্ট হয়ে যায়। প্রয়োজনে টাইট করে চুল বাঁধবে না। সেরকম হলে চুল খুলে রাখুন।