AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pet Care Tips: বর্ষা মানেই রোগের আঁতুড়ঘর! এই সময়ে আপনাকে পোষ্যকে সুস্থ রাখতে কী করবেন?

Pet Care Tips: বাড়ির পোষ্যটির খেয়াল রাখা খুব জরুরী। বর্ষার মরসুমে আদরের পোষ্যেরও চাই বা়ড়তি যত্ন। কিন্তু কী ভাবে বর্ষাকালে সুস্থ রাখবেন পোষ্যকে?

| Updated on: Jul 18, 2024 | 8:02 PM
রাজ্য জুড়ে চলছে বর্ষার মরসুম। এই কখনও মুষলধারে বৃষ্টি, আবার কখনও চড়া রোদ। আবার কখনও ইলশেগুঁড়ি বৃষ্টি! এই নিয়ে কাটছে দিন।

রাজ্য জুড়ে চলছে বর্ষার মরসুম। এই কখনও মুষলধারে বৃষ্টি, আবার কখনও চড়া রোদ। আবার কখনও ইলশেগুঁড়ি বৃষ্টি! এই নিয়ে কাটছে দিন।

1 / 8
সঙ্গে রয়েছে বাতাসে চরম আর্দ্রতা। তাই বৃষ্টি হলেও সঙ্গে রয়েছে চরম ভ্যাপসা গরম। অস্বস্তি কম নয়। এমন বিকট আবহাওয়ায় মানুষের শরীর ঠিক থাকছে না।

সঙ্গে রয়েছে বাতাসে চরম আর্দ্রতা। তাই বৃষ্টি হলেও সঙ্গে রয়েছে চরম ভ্যাপসা গরম। অস্বস্তি কম নয়। এমন বিকট আবহাওয়ায় মানুষের শরীর ঠিক থাকছে না।

2 / 8
পোষ্যদের তো শরীর খারাপ হওয়ার সুযোগ আরও বেশি। পেট খারাপ থেকে শুরু করে আরও নানা রোগে আক্রান্ত হতে পারে আপনার পোষ্য। সংক্রমণের ভয় তাই বেশি।

পোষ্যদের তো শরীর খারাপ হওয়ার সুযোগ আরও বেশি। পেট খারাপ থেকে শুরু করে আরও নানা রোগে আক্রান্ত হতে পারে আপনার পোষ্য। সংক্রমণের ভয় তাই বেশি।

3 / 8
বাড়ির পোষ্যটির খেয়াল রাখা খুব জরুরী। বর্ষার মরসুমে আদরের পোষ্যেরও চাই বা়ড়তি যত্ন। কিন্তু কী ভাবে বর্ষাকালে সুস্থ রাখবেন পোষ্যকে? কোন বিষয়গুলি বেশি করে মাথায় রাখা প্রয়োজন? দেখে নিন এক নজরে!

বাড়ির পোষ্যটির খেয়াল রাখা খুব জরুরী। বর্ষার মরসুমে আদরের পোষ্যেরও চাই বা়ড়তি যত্ন। কিন্তু কী ভাবে বর্ষাকালে সুস্থ রাখবেন পোষ্যকে? কোন বিষয়গুলি বেশি করে মাথায় রাখা প্রয়োজন? দেখে নিন এক নজরে!

4 / 8
বর্ষায় সংক্রমণের ঝুঁকি এড়াতে পোষ্যকে পর্যাপ্ত খাবার খাওয়ান। কোন খাবারগুলি খেলে সংক্রমণ থেকে পোষ্যকে দূরে রাখা যাবে, সে বিষয়ে বিশেষজ্ঞ বা চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।

বর্ষায় সংক্রমণের ঝুঁকি এড়াতে পোষ্যকে পর্যাপ্ত খাবার খাওয়ান। কোন খাবারগুলি খেলে সংক্রমণ থেকে পোষ্যকে দূরে রাখা যাবে, সে বিষয়ে বিশেষজ্ঞ বা চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।

5 / 8
ঝড়-বৃষ্টির সময়ে এমনিতেই খানিক ভয় পায় পোষ্যরা। তাই সে সময়ে বাড়িতে একা না রাখাই ভাল। যাতে আপনার পোষ্য কখনও মনকষ্টে না ভোগে। ঘরেই গদি পেতে বা অন্য কোনও ব্যবস্থা করে আরামদায়ক একটি জায়গা করে দিন।

ঝড়-বৃষ্টির সময়ে এমনিতেই খানিক ভয় পায় পোষ্যরা। তাই সে সময়ে বাড়িতে একা না রাখাই ভাল। যাতে আপনার পোষ্য কখনও মনকষ্টে না ভোগে। ঘরেই গদি পেতে বা অন্য কোনও ব্যবস্থা করে আরামদায়ক একটি জায়গা করে দিন।

6 / 8
বর্ষায় ঘর এমনিতেই স্যাঁতসেঁতে থাকে। তার মধ্যে পুরনো বাড়ি হলে তো কথাই নেই। আরও বেশি সমস্যা। তাই পোষ্যের অস্বস্তি দূর করার দিকে নজর দিন।

বর্ষায় ঘর এমনিতেই স্যাঁতসেঁতে থাকে। তার মধ্যে পুরনো বাড়ি হলে তো কথাই নেই। আরও বেশি সমস্যা। তাই পোষ্যের অস্বস্তি দূর করার দিকে নজর দিন।

7 / 8
গরমের মতো বর্ষাকালে পোষ্যকে সময়ে সময়ে স্নান করানো জরুরি। তবে গরমের সঙ্গে বর্ষার মরসুমের স্নান সামগ্রী এক নাও হতে পারে। পোষ্যকে কোন শ্যাম্পু, সাবান, ময়েশ্চারাইজার মাখাবেন, তা এক বার চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। এই সময় ফাঙ্গাস সংক্রমণের ভয় থাকে তাই অ্যান্টিফাঙ্গাল প্রসাধন ব্যবহার করা ভাল।

গরমের মতো বর্ষাকালে পোষ্যকে সময়ে সময়ে স্নান করানো জরুরি। তবে গরমের সঙ্গে বর্ষার মরসুমের স্নান সামগ্রী এক নাও হতে পারে। পোষ্যকে কোন শ্যাম্পু, সাবান, ময়েশ্চারাইজার মাখাবেন, তা এক বার চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। এই সময় ফাঙ্গাস সংক্রমণের ভয় থাকে তাই অ্যান্টিফাঙ্গাল প্রসাধন ব্যবহার করা ভাল।

8 / 8
Follow Us: