Dandruff: খুশকির সমস্যা নিমেষের মধ্যে দূর করবে অ্যাপেল সাইডার ভিনিগার! কীভাবে জানেন?

TV9 Bangla Digital | Edited By: megha

Jan 23, 2022 | 6:40 PM

শীতে চুলের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার মধ্যে সবচেয়ে বেশি করে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায় খুশকি। শীতের মরসুম এলেই খুশকির সমস্যা নিয়ে নাজেহাল হোন অধিকাংশ। খুশকির সমস্যার সমাধান পাওয়া খুব একটা সহজ নয়। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে ঘরোয়া একটি উপায় কাজে লাগাতে পারেন।

1 / 6
আপেল সাইডার ভিনিগার ব্যবহার করলে চুলের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করে। ডগা ফাটার সমস্যা দূর হয়। চুলের সিল্ক-শাইন অর্থাৎ চকচকে ভাব এবং ঔজ্জ্বল্য ফিরে আসে। অকারণ চুলে জট পড়ে না। চুল থাকে নরম মোলায়েম।

আপেল সাইডার ভিনিগার ব্যবহার করলে চুলের রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করে। ডগা ফাটার সমস্যা দূর হয়। চুলের সিল্ক-শাইন অর্থাৎ চকচকে ভাব এবং ঔজ্জ্বল্য ফিরে আসে। অকারণ চুলে জট পড়ে না। চুল থাকে নরম মোলায়েম।

2 / 6
যাঁদের শুষ স্ক্যাল্পের সমস্যা রয়েছে, তাঁদের মাথায় অনেকসময় চুলকানির সৃষ্টি হয়। অ্যাপেল সিডার ভিনিগার বেসড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলে এইসব চুলকানি বা ইচিং ইরিটেশন অর্থাৎ অস্বস্তি দূর হবে।

যাঁদের শুষ স্ক্যাল্পের সমস্যা রয়েছে, তাঁদের মাথায় অনেকসময় চুলকানির সৃষ্টি হয়। অ্যাপেল সিডার ভিনিগার বেসড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলে এইসব চুলকানি বা ইচিং ইরিটেশন অর্থাৎ অস্বস্তি দূর হবে।

3 / 6
আপনার চুলে পুষ্টিও জোগান দেয় অ্যাপেল সিডার ভিনিগার। তাই যাঁরা চুলের বিভিন্ন সমস্যায় ভোগেন, বিশেষ করে রুক্ষ-শুষ্ক ভাব, ডগা ফাটা, চুল লালচে হয়ে যাওয়া, চুল বড় না হওয়া— এইসব সমস্যার সমাধান করে অ্যাপেল সিডার ভিনিগার। একই ভাবে খুশকির সমস্যা দূর করতেও সহায়ক অ্যাপেল সাইডার ভিনিগার।

আপনার চুলে পুষ্টিও জোগান দেয় অ্যাপেল সিডার ভিনিগার। তাই যাঁরা চুলের বিভিন্ন সমস্যায় ভোগেন, বিশেষ করে রুক্ষ-শুষ্ক ভাব, ডগা ফাটা, চুল লালচে হয়ে যাওয়া, চুল বড় না হওয়া— এইসব সমস্যার সমাধান করে অ্যাপেল সিডার ভিনিগার। একই ভাবে খুশকির সমস্যা দূর করতেও সহায়ক অ্যাপেল সাইডার ভিনিগার।

4 / 6
চুলে খুশকির সমস্যা দূর করতে বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন। একটি পাত্রের মধ্যে ২ চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার ও জল নিয়ে গুলে নিন। তাতে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করুন।

চুলে খুশকির সমস্যা দূর করতে বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন। একটি পাত্রের মধ্যে ২ চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার ও জল নিয়ে গুলে নিন। তাতে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করুন।

5 / 6
প্রথমে একবার চুলে শ্যাম্পু করার পর এই হেয়ার প্যাকটি চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করুন। ৫-৭ মিনিট স্ক্যাল্পে আলতো করে মাসাজ করার পর অল্প গরম জল দিয়ে মাথা ও চুল ধুয়ে ফেলতে হবে। যতক্ষণ পুরো মিশ্রণটি ধুয়ে যাচ্ছে, ততক্ষণ জল দিয়ে চুল পরিস্কার করুন।

প্রথমে একবার চুলে শ্যাম্পু করার পর এই হেয়ার প্যাকটি চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করুন। ৫-৭ মিনিট স্ক্যাল্পে আলতো করে মাসাজ করার পর অল্প গরম জল দিয়ে মাথা ও চুল ধুয়ে ফেলতে হবে। যতক্ষণ পুরো মিশ্রণটি ধুয়ে যাচ্ছে, ততক্ষণ জল দিয়ে চুল পরিস্কার করুন।

6 / 6
খুশকি তাড়াতে অন্য কোনও ঘরোয়া পদ্ধতি অবলম্বন করার আগে এই টোটকা ব্যবহার করতে পারেন। এই একটি হেয়ার প্যাকেই খুশকিকে জানান গুডবাই। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে খুশকির পাশাপাশি চুলের গোড়া শক্ত করতে, উজ্জ্বল ঝলমলে চুল তৈরি করতে সাহায্য করে।

খুশকি তাড়াতে অন্য কোনও ঘরোয়া পদ্ধতি অবলম্বন করার আগে এই টোটকা ব্যবহার করতে পারেন। এই একটি হেয়ার প্যাকেই খুশকিকে জানান গুডবাই। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে খুশকির পাশাপাশি চুলের গোড়া শক্ত করতে, উজ্জ্বল ঝলমলে চুল তৈরি করতে সাহায্য করে।

Next Photo Gallery