Green Coffee: ত্বকের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে সবুজ কফি! কীভাবে জানেন?

কফি ত্বকের ক্ষেত্রে সহায়ক এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু গ্রিন বা সবুজ কফি ত্বকের ওপর কী প্রভাব ফেলে জানেন? জেনে নিন সবুজ কফির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। তার সঙ্গে ত্বকের ওপর কীভাবে ব্যবহার করবেন এই সবুজ কফি, তারও টিপস রইল আপনার জন্য!

| Edited By: | Updated on: Oct 07, 2021 | 8:46 AM
ত্বকের রক্ত চলাচলকে সচল রাখতে সাহায্য করে সবুজ কফি। এর সঙ্গে ব্রণর মত ত্বকের সংক্রমণ হ্রাস পায়।

ত্বকের রক্ত চলাচলকে সচল রাখতে সাহায্য করে সবুজ কফি। এর সঙ্গে ব্রণর মত ত্বকের সংক্রমণ হ্রাস পায়।

1 / 6
ত্বকের কোলোজেন উৎপাদনে সাহায্য করে এই কফি। যার ফলে ত্বকের বার্ধক্য প্রতিরোধ হয় এবং ত্বক দেখায় সতেজ।

ত্বকের কোলোজেন উৎপাদনে সাহায্য করে এই কফি। যার ফলে ত্বকের বার্ধক্য প্রতিরোধ হয় এবং ত্বক দেখায় সতেজ।

2 / 6
ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজ করে, যার ফলে ত্বক হয়ে ওঠে কোমল ও মসৃণ।

ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজ করে, যার ফলে ত্বক হয়ে ওঠে কোমল ও মসৃণ।

3 / 6
অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ সবুজ কফি যা ত্বকের ক্যান্সার ও ব্রণর সমস্যা দূর করতে সহায়ক। এই অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে ত্বকের বার্ধক্যকেও প্রতিরোধ করে।

অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ সবুজ কফি যা ত্বকের ক্যান্সার ও ব্রণর সমস্যা দূর করতে সহায়ক। এই অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে ত্বকের বার্ধক্যকেও প্রতিরোধ করে।

4 / 6
ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল।

ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল।

5 / 6
সবুজ কফির তেলের সঙ্গে অরগ্যান তেল মিশিয়ে সিরাম তৈরি করে ত্বকের ওপর প্রয়োগ করতে পারেন। আবার সবুজ কফির গুঁড়োর সঙ্গে অলিভ অয়েল ও ট্রি টি অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করেও ত্বকের ওপর প্রয়োগ করতে পারেন।

সবুজ কফির তেলের সঙ্গে অরগ্যান তেল মিশিয়ে সিরাম তৈরি করে ত্বকের ওপর প্রয়োগ করতে পারেন। আবার সবুজ কফির গুঁড়োর সঙ্গে অলিভ অয়েল ও ট্রি টি অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করেও ত্বকের ওপর প্রয়োগ করতে পারেন।

6 / 6
Follow Us: