AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Silk Saree: পছন্দের সিল্ক শাড়ি অগলে রাখুন এই উপায়ে, ২০ বছরেও পুরনো হবে না

Silk Saree maintenance : বাড়িতে না কেচে সব সময় শাড়ি ড্রাই ওয়াশের জন্য দিন। এছাড়াও বাইরে থেকে আসলে শাড়ি অবশ্যই রোদে কিছুক্ষণ রাখবেন

| Edited By: | Updated on: Dec 12, 2022 | 4:22 PM
Share
প্রতিটি শাড়ির নেপথ্যে একটি করে গল্প থাকে। আর তাই সকলেই তাঁর শাড়ি যত্নে রাখতে চান। কিছু শাড়ি এমন থাকে যা প্রজন্মের পর প্রজন্ম জুড়ে চলতে থাকে। যতই জিন্সের রমরমা হোক না কেন শাড়ির ঐতিহ্যই আলাদা।

প্রতিটি শাড়ির নেপথ্যে একটি করে গল্প থাকে। আর তাই সকলেই তাঁর শাড়ি যত্নে রাখতে চান। কিছু শাড়ি এমন থাকে যা প্রজন্মের পর প্রজন্ম জুড়ে চলতে থাকে। যতই জিন্সের রমরমা হোক না কেন শাড়ির ঐতিহ্যই আলাদা।

1 / 6
 শাড়িকে আগলে রাখতে জানতে হয়। তেমনই শাড়িকে যত্ন করে পরতেও হয়। শিফন, জর্জেট, হ্যান্ডলুম যতই শাড়ির রমরমা হোক না কেন সিল্ক শাড়ির গুরুত্বই অন্যরকম। বছরের পর বছর একভাবে আলমারিতে যদি সিল্কশাড়ি পড়ে থাকে তাহলে তা ভাঁজে ভাঁজে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

শাড়িকে আগলে রাখতে জানতে হয়। তেমনই শাড়িকে যত্ন করে পরতেও হয়। শিফন, জর্জেট, হ্যান্ডলুম যতই শাড়ির রমরমা হোক না কেন সিল্ক শাড়ির গুরুত্বই অন্যরকম। বছরের পর বছর একভাবে আলমারিতে যদি সিল্কশাড়ি পড়ে থাকে তাহলে তা ভাঁজে ভাঁজে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

2 / 6
তবুও এই কিছু নিয়ম মেনে রাখতে পারলে সিল্ক শাড়ি বহুদিন পর্যন্ত ভাল থাকে। ভাদ্রের রোদে অনেকেই শাড়ি রোদে দেন। শাড়ি দীর্ঘদিন ভাল রাখতে হলে তা রোদে দেওয়া জরুরি। এছাড়াও যদি শাড়ি পরে কোথাও যান তাহলে বাড়ি ফিরে আগে শাড়ি খুলে সুন্দর করে পাট করে হাওয়াতে রাখুন। আগে যাতে ঘাম শুকিয়ে যায় সেইদিকে খেয়াল রাখুন।

তবুও এই কিছু নিয়ম মেনে রাখতে পারলে সিল্ক শাড়ি বহুদিন পর্যন্ত ভাল থাকে। ভাদ্রের রোদে অনেকেই শাড়ি রোদে দেন। শাড়ি দীর্ঘদিন ভাল রাখতে হলে তা রোদে দেওয়া জরুরি। এছাড়াও যদি শাড়ি পরে কোথাও যান তাহলে বাড়ি ফিরে আগে শাড়ি খুলে সুন্দর করে পাট করে হাওয়াতে রাখুন। আগে যাতে ঘাম শুকিয়ে যায় সেইদিকে খেয়াল রাখুন।

3 / 6
সিল্কের শাড়ি ভাল রাখতে তা কোনও শিফন কাপড়ে মুড়ে আলমারিতে রাখুন। বিশেষত বেনারসি, কাতান বেনারসি। এভাবে রাখলে তা অনেকদিন পর্যন্ত ভাল থাকে। শাড়িতে যাতে হাওয়া না লাগে সেইদিকে খেয়াল রাখুন। একই সঙ্গে অন্ধকার কোথাও শাড়ি রাখুন। এতে রঙ অনেকদিন পর্যন্ত ভাল থাকে।

সিল্কের শাড়ি ভাল রাখতে তা কোনও শিফন কাপড়ে মুড়ে আলমারিতে রাখুন। বিশেষত বেনারসি, কাতান বেনারসি। এভাবে রাখলে তা অনেকদিন পর্যন্ত ভাল থাকে। শাড়িতে যাতে হাওয়া না লাগে সেইদিকে খেয়াল রাখুন। একই সঙ্গে অন্ধকার কোথাও শাড়ি রাখুন। এতে রঙ অনেকদিন পর্যন্ত ভাল থাকে।

4 / 6
সিল্কের শাড়ি বাড়িতে না ধোওয়াই ভাল। যদি ধুতে হয় তাহলে একেবারে মাইল্ড লিক্যুইড সোপ ব্যবহার করতে হবে। এতে শাড়ি ভাল থাকে। তবে সবচাইতে ভাল যদি শাড়ি ড্রাই ক্লিনিং-এ দেন। এতে শাড়ি নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা থাকে না। এই শাড়ি আয়রন করার সময়ও সাবধানতা অবলম্বন করবেন। কোনও সুতির কাপড় রেখে তবেই আয়রন করুন।

সিল্কের শাড়ি বাড়িতে না ধোওয়াই ভাল। যদি ধুতে হয় তাহলে একেবারে মাইল্ড লিক্যুইড সোপ ব্যবহার করতে হবে। এতে শাড়ি ভাল থাকে। তবে সবচাইতে ভাল যদি শাড়ি ড্রাই ক্লিনিং-এ দেন। এতে শাড়ি নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা থাকে না। এই শাড়ি আয়রন করার সময়ও সাবধানতা অবলম্বন করবেন। কোনও সুতির কাপড় রেখে তবেই আয়রন করুন।

5 / 6
সিল্কের শাড়ি ইস্ত্রির পরিবর্তে স্টিম আয়রনে আয়রন করুন। এতে শাড়ি পুড়ে যাওয়ার বা সুতো উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে। বেনারসি, কাীতান, কাঞ্জিভরম, গাদোয়াল, পৈঠানি এই সব দামি শাড়ির ক্ষেত্রে সব সময় স্টিম আয়রন ব্যবহার করবেন।

সিল্কের শাড়ি ইস্ত্রির পরিবর্তে স্টিম আয়রনে আয়রন করুন। এতে শাড়ি পুড়ে যাওয়ার বা সুতো উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে। বেনারসি, কাীতান, কাঞ্জিভরম, গাদোয়াল, পৈঠানি এই সব দামি শাড়ির ক্ষেত্রে সব সময় স্টিম আয়রন ব্যবহার করবেন।

6 / 6