Indonesia Open 2022: মাত্র ৩৪ মিনিটেই লক্ষ্যকে উড়িয়ে দিলেন প্রণয়
জাকার্তায় চলতি ইন্দোনেশিয়া ওপেনের (Indonesia Open) প্রথম রাউন্ডেই বিশ্বের ৯ নম্বর প্লেয়ার লক্ষ্য সেন (Lakshya Sen) হেরে গেলেন ভারতীয় তারকা শাটলার এইচএস প্রণয়ের (HS Prannoy) কাছে। মাত্র ৩৪ মিনিয়ের লড়াইয়ে স্ট্রেট সেটে লক্ষ্যকে হারান প্রণয়।