AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ABB FIA Formula E World Championship: হায়দরাবাদে ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ; সাক্ষী সচিন, অনুরাগ ঠাকুর, রাম চরণরা

দিল্লির পর এ বার নিজামের শহর হায়দরাবাদে বসেছে ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর। হুসেন সাগর লেকের ধারে ABB FIA Formula E ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপকে ঘিরে দেখা গেল চাঁদের হাট।

| Edited By: | Updated on: Feb 12, 2023 | 12:56 PM
Share
গ্রিনকো গ্রুপের হাত ধরে অনুষ্ঠিত এই ফর্মুলা ই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঘিরে যেমন সেলিব্রিটিদের উন্মাদনা দেখা গিয়েছে তেমনই সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়েছে।(ছবি নিজস্ব)

গ্রিনকো গ্রুপের হাত ধরে অনুষ্ঠিত এই ফর্মুলা ই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঘিরে যেমন সেলিব্রিটিদের উন্মাদনা দেখা গিয়েছে তেমনই সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়েছে।(ছবি নিজস্ব)

1 / 8
ফর্মুলা ই বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ান, দীপক চাহার, যুজবেন্দ্র চাহালকে।  (ছবি নিজস্ব)

ফর্মুলা ই বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকর, শিখর ধাওয়ান, দীপক চাহার, যুজবেন্দ্র চাহালকে। (ছবি নিজস্ব)

2 / 8
এছাড়া দক্ষিণী সুপারস্টার রাম চরণ, নাগার্জুন, শ্রুতি হাসান, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা  উপস্থিত ছিলেন ফর্মুলা ই রেসের সাক্ষী থাকতে। (ছবি নিজস্ব)

এছাড়া দক্ষিণী সুপারস্টার রাম চরণ, নাগার্জুন, শ্রুতি হাসান, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা উপস্থিত ছিলেন ফর্মুলা ই রেসের সাক্ষী থাকতে। (ছবি নিজস্ব)

3 / 8
তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। হায়দরাবাদে এমন একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় গর্বিত তিনি। (ছবি নিজস্ব)

তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। হায়দরাবাদে এমন একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় গর্বিত তিনি। (ছবি নিজস্ব)

4 / 8
ফর্মুলা-ই বিশ্বে একমাত্র রেসিং প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারী গাড়ি গুলি থেকে কোনও কার্বন নিঃসরণ হবে না। (ছবি নিজস্ব)

ফর্মুলা-ই বিশ্বে একমাত্র রেসিং প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারী গাড়ি গুলি থেকে কোনও কার্বন নিঃসরণ হবে না। (ছবি নিজস্ব)

5 / 8
বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য কার্বনের অনেক বড় ভূমিকা রয়েছে। সেই কারণে ফর্মুলা-ই চ্যাম্পিয়নশিপ সেই অর্থ পরিবেশ বান্ধব এবং এর প্রতিযোগিতা থেকে দূষণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কম। (ছবি নিজস্ব)

বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য কার্বনের অনেক বড় ভূমিকা রয়েছে। সেই কারণে ফর্মুলা-ই চ্যাম্পিয়নশিপ সেই অর্থ পরিবেশ বান্ধব এবং এর প্রতিযোগিতা থেকে দূষণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কম। (ছবি নিজস্ব)

6 / 8
হায়দরাবাদের রেসিং সার্কিটে ১১ ফেব্রুয়ারি ই-রেসিং ভেহিকলগুলিকে ছুটতে দেখা গিয়েছে। এই প্রতিযোগিতার জন্য তৈরি হওয়ার রেসিং ট্র্যাকের দৈর্ঘ্য ২.৮৩ কিলোমিটার। (ছবি নিজস্ব)

হায়দরাবাদের রেসিং সার্কিটে ১১ ফেব্রুয়ারি ই-রেসিং ভেহিকলগুলিকে ছুটতে দেখা গিয়েছে। এই প্রতিযোগিতার জন্য তৈরি হওয়ার রেসিং ট্র্যাকের দৈর্ঘ্য ২.৮৩ কিলোমিটার। (ছবি নিজস্ব)

7 / 8
এই প্রেস্টিজিয়াস রেসিং ইভেন্টের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।(ছবি নিজস্ব)

এই প্রেস্টিজিয়াস রেসিং ইভেন্টের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।(ছবি নিজস্ব)

8 / 8