Bangla News » Photo gallery » In form Virat Kohli set to break another record, he could surpass Sachin Tendulkar, Virender Sehwag's record against NZ in ODIs
Virat Kohli: কিউয়িদের বিরুদ্ধে নয়া রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে কিং কোহলি
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Jan 18, 2023 | 9:00 AM
IND vs NZ: বিরাট কোহলি (Virat Kohli) আর রেকর্ড যেন একে অপরের পরিপূরক। স্বমহিমায় ২২ গজে ফিরেছেন বিরাট। বাইশের শেষ ও তেইশের শুরুটা কোহলি সেঞ্চুরি দিয়েই করেছেন। এ বার তিন ম্যাচের ওডিআই সিরিজে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে নয়া রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে কিং কোহলি, কী সেই রেকর্ড জানেন?
Jan 18, 2023 | 9:00 AM
বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দু'টো ওডিআই সিরিজে দু'টো শতরান এসেছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে। এ বার নতুন বছরের দ্বিতীয় ওডিআই সিরিজে বিরাটের ব্যাটে কী চমক আসবে, তাঁর অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। (ছবি-টুইটার)
1 / 8
আজ থেকে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই শুরু হচ্ছে মেন ইন ব্লুর। হায়দরাবাদে হবে ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) প্রথম ওডিআই (ODI) ম্যাচ। (ছবি-টুইটার)
2 / 8
এই ম্যাচে নতুন রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। রেকর্ড ও কোহলির যেন একটা আলাদা যোগসূত্র রয়েছে। (ছবি-টুইটার)
3 / 8
৩৪-এর বিরাট প্রতিদিন আরও ধারালো হচ্ছেন। প্রতি সিরিজেই বিভিন্ন রেকর্ড গড়ে চলেছেন কোহলি এবং অন্য ভারতীয় ক্রিকেটারদের গড়া রেকর্ডও ভেঙে ফেলছেন তিনি। (ছবি-টুইটার)
4 / 8
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ৫টি আন্তর্জাতিক ওডিআই সেঞ্চুরি। আজ, ১৮ জানুয়ারি সেই সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে কোহলির সামনে। (ছবি-টুইটার)
5 / 8
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬টি ওডিআই ম্য়াচে খেলে ৫টি ওডিআই সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। কিউয়িদের বিরুদ্ধে আর একটি শতরান করলেই কোহলি টপকে যাবেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর, শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্যকে। (ছবি-টুইটার)
6 / 8
ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নামের পাশেও রয়েছে কিউয়িদের বিরুদ্ধে ৫টি ওডিআই সেঞ্চুরি। তবে ৪২ টি ম্যাচে খেলার পর ৫টি ওডিআই সেঞ্চুরি করেছিলেন সচিন। (ছবি-টুইটার)
7 / 8
টম ল্যাথামের নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওডিআই সিরিজে একটি শতরান করতে পারলে বিরাট কোহলি ছুঁয়ে ফেলবেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ এবং অজি প্রাক্তন তারকা রিকি পন্টিংকে। তাঁদের দু'জনেরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬টি করে ওডিআই সেঞ্চুরি রয়েছে। (ছবি-টুইটার)