AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Roger Federer: ছবিতে রজার ফেডেরারের বাড়ির সফর

টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। কোর্টে তাঁর খেলার ক্লাস নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। টেনিস শিল্পীর রুচিবোধও প্রশংসনীয়। সুইস তারকার বাড়ির ডিজাইন, অন্দরমহলের সজ্জা, সবই চোখ টানে।

| Edited By: | Updated on: Sep 22, 2022 | 8:45 AM
Share
কিছুদিন আগেই অবসর ঘোষণা করেছেন টেনিস কিংবদন্তি। টেনিস প্রেমীদের কাছে বড় ধাক্কা। একটা দিন সকলকেই থামতে হয়। তবুও মেনে নেওয়া সহজ নয়। (ছবি : টুইটার)

কিছুদিন আগেই অবসর ঘোষণা করেছেন টেনিস কিংবদন্তি। টেনিস প্রেমীদের কাছে বড় ধাক্কা। একটা দিন সকলকেই থামতে হয়। তবুও মেনে নেওয়া সহজ নয়। (ছবি : টুইটার)

1 / 5
লেভার কাপে খেলবে রজার। তবে সিঙ্গলসে নয়। চিরপ্রতিদ্বন্দ্বী এবং পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে। (ছবি : টুইটার)

লেভার কাপে খেলবে রজার। তবে সিঙ্গলসে নয়। চিরপ্রতিদ্বন্দ্বী এবং পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে। (ছবি : টুইটার)

2 / 5
কোর্টে তাঁর খেলার ক্লাস নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। টেনিস শিল্পীর রুচিবোধও প্রশংসনীয়। সুইস তারকার বাড়ির ডিজাইন, অন্দরমহলের সজ্জা, সবই চোখ টানে। (ছবি : টুইটার)

কোর্টে তাঁর খেলার ক্লাস নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। টেনিস শিল্পীর রুচিবোধও প্রশংসনীয়। সুইস তারকার বাড়ির ডিজাইন, অন্দরমহলের সজ্জা, সবই চোখ টানে। (ছবি : টুইটার)

3 / 5
২০টি গ্র্যান্ডস্লামের মালিক রজার ফেডেরার। আর তাঁর বাড়ির সংখ্যা পাঁচটি। সুইৎজারল্যান্ডেই চারটি। একটির ব্যালকনি থেকে জুরিখ লেকও চোখে পড়ে। ভুবনভোলানো দৃশ্য। (ছবি : টুইটার)

২০টি গ্র্যান্ডস্লামের মালিক রজার ফেডেরার। আর তাঁর বাড়ির সংখ্যা পাঁচটি। সুইৎজারল্যান্ডেই চারটি। একটির ব্যালকনি থেকে জুরিখ লেকও চোখে পড়ে। ভুবনভোলানো দৃশ্য। (ছবি : টুইটার)

4 / 5
এ ছাড়া সুইৎজারল্যান্ডেই ভালবেলা, ওলেরু, বটমিনজেন, ওবেরউইল এবং আরম আমিরশাহির দুবাইতে বিলাসবহুল বাড়ি রয়েছে রজার ফেডেরারের। খরচের হিসেবটা না হয়, তোলাই থাক। অবসরের পর একদা কোর্টের সঙ্গী এবং তাঁর জীবন সঙ্গী মির্কার সঙ্গে আরও সুন্দর মুহূর্ত কাটানোর অনেকটা সুযোগ পাবেন। (ছবি : টুইটার)

এ ছাড়া সুইৎজারল্যান্ডেই ভালবেলা, ওলেরু, বটমিনজেন, ওবেরউইল এবং আরম আমিরশাহির দুবাইতে বিলাসবহুল বাড়ি রয়েছে রজার ফেডেরারের। খরচের হিসেবটা না হয়, তোলাই থাক। অবসরের পর একদা কোর্টের সঙ্গী এবং তাঁর জীবন সঙ্গী মির্কার সঙ্গে আরও সুন্দর মুহূর্ত কাটানোর অনেকটা সুযোগ পাবেন। (ছবি : টুইটার)

5 / 5