Bangla News Photo gallery In the trailer of Koffee with Karan season 7, funny couples are seen Akshay Kumar Samantha Ruth Prabhu, Kiara Advani Shahid Kapoor, Ranbir Singh Alia etc
Koffee with Karan: একি বললেন সামান্থা রুথ প্রভু, করণই নাকি ‘আনহ্যাপি’ বিয়ের জন্য দায়ী!
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jul 02, 2022 | 11:34 PM
Koffee with Karan: অতি কষ্টে অনেককে জোগাড় করেছেন তাঁর শো-তে করণ। এবার তাঁরা শো-তে কফি খেতে খেতে কে কী বললেন, তার ঝলক নিজেই ভাগ করলেন করণ।
1 / 6
কফ উইফ করণ সিজন ৭ শুরু হচ্ছে সামনের সপ্তাহ থেকে। তার আগে শো-তে আসা অতিথিদের নিয়ে একটা ছোট্ট ট্রেলার নিয়ে এসেছেন করণ। কোন কোন জুটি আসছেন তার ঝলকের সঙ্গে সেখানে রয়েছে অতিথিদের ছোট্ট ছোট্ট মন্তব্যও। গলি বয়, রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির জুটি রণবীর সিং এবং আলিয়া ভাট আসছেন। শো-তে রণবীর জানিয়েছেন যে তাঁর একাধিক 'সেক্স প্লেলিস্ট' রয়েছে।
2 / 6
অক্ষয় কুমারের সঙ্গে শো-তে আসছেন সামান্থা রুথ প্রভু। একটি বিজ্ঞাপনে এই জুটিকে পাওয়া গিয়েছিল। এবার তাঁরা শো-তে এসে নিজেদের কথা বলবেন। তবে ট্রেলারে দেখা গেল, সামান্থা করণকে বলছেন, অসুখী বিয়ের জন্য দাবি করণ। তাঁর ছবি কেথ্রিজি (কভি খুশি কভি গম), যেখানে জীবন কেমন তার একটি ছবি দেখানো হয়েছিল, সেটাই কারণ। সামান্থার দাবি আসলে ওই ছবি হওয়া উচিত ছিল কেজিএফ।
3 / 6
জাহ্নবী কাপুর এবং সারা আলি খান একসঙ্গে এসেছেন শো-তে। তাঁরা দুইজন যে খুব ভাল বন্ধু তা তাঁদের একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি থেকে একসঙ্গে সময় কাটানোর ছবি দেখেই বোঝা যায়। সারা অনুষ্ঠানে এসে জানিয়েছেন তাঁর ‘এক্স’ সবার ‘এক্স’।
4 / 6
জাহ্নবী কাপুর এবং সারা আলি খান একসঙ্গে এসেছেন শো-তে। তাঁরা দুইজন যে খুব ভাল বন্ধু তা তাঁদের একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি থেকে একসঙ্গে সময় কাটানোর ছবি দেখেই বোঝা যায়। সারা অনুষ্ঠানে এসে জানিয়েছেন তাঁর ‘এক্স’ সবার ‘এক্স’।
5 / 6
বিজয় দেবোরাকোন্ডার সঙ্গে আসবেন অনন্যা পাণ্ডে। লাইগার ছবির জুটি তাঁদের প্রেম নিয়ে মুখ খোলেন কি না, তা জানতে আগ্রহী ভক্তকুল। রশ্মিকা মনদানার সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু বলাতে পারবেন বিজয়কে দিয়ে করণ? বলিউডে বিজয়কে লঞ্চ করছেন করণ-ই।
6 / 6
যুগ যুগ জিও ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান। এবার তাঁরা করণের শো-তে একসঙ্গে আসতে চলেছেন। দুইজনে আলাদা আলাদা এর আগেও এই শো-তে এসেছেন। এবার কোন গোপন খবর এঁদের মুখ দিয়েই কবুল করাবেন করণ দেখা যাক!