Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Inauspicious Sign Of Rat: রান্নাঘরে গণেশের বাহনের উগদ্রবে অতিষ্ঠ! শকুন শাস্ত্র মতে কতটা শুভ বা অশুভ?

Shakun Shastra: শকুন শাস্ত্র অনুসারে ঘরে ইঁদুর প্রবেশ করা শুভ না অশুভ , তা অনেকেই জানেন না। ইঁদুরের প্রবেশে কোন অশনি সঙ্কেত আপনার জন্য অপেক্ষা করছে, তা জেনে নিন এখানে...

| Edited By: | Updated on: Jul 19, 2023 | 6:15 PM
কিছুদিন আগেই দেশের একটি নামী ও বিদেশি সংস্থার সেন্টারের ফুডকোর্টে ঘটে গিয়েছে ইঁদুর-কাণ্ড। টুইটার থেকে জানা গিয়েছে, টেবিলে অর্ডার দিয়ে খেতে যাবেন, এমন সময় উপর থেকে টকাস করে একটি মরা ইঁদুর পড়ল, ঠিক সামনেই। এমন ঘটনায় রীতিমতো ধুন্ধমার কাণ্ড ঘটে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

কিছুদিন আগেই দেশের একটি নামী ও বিদেশি সংস্থার সেন্টারের ফুডকোর্টে ঘটে গিয়েছে ইঁদুর-কাণ্ড। টুইটার থেকে জানা গিয়েছে, টেবিলে অর্ডার দিয়ে খেতে যাবেন, এমন সময় উপর থেকে টকাস করে একটি মরা ইঁদুর পড়ল, ঠিক সামনেই। এমন ঘটনায় রীতিমতো ধুন্ধমার কাণ্ড ঘটে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

1 / 9
রান্নাঘরে, রাস্তার ধারের খাবার দোকানগুলিতে হামেশাই ধেড়ে ইঁদুর ও নেংটি ইঁদুরের আনাগোনা দেখা যায়। হিন্দু ধর্মে ইঁদুরকে গণেশের বাহন হিসেবে পুজো করা হয়। ধর্মীয় দৃষ্টি থেকে ইঁদুরকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই মন্দিরে ইঁদুরের উপদ্রব দেখা দিলেও ইঁদুর কখনও মারা হয় না। কিছু মন্দিরে ইঁদুরের নিয়মিত পুজো করা হয়ে থাকে।

রান্নাঘরে, রাস্তার ধারের খাবার দোকানগুলিতে হামেশাই ধেড়ে ইঁদুর ও নেংটি ইঁদুরের আনাগোনা দেখা যায়। হিন্দু ধর্মে ইঁদুরকে গণেশের বাহন হিসেবে পুজো করা হয়। ধর্মীয় দৃষ্টি থেকে ইঁদুরকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই মন্দিরে ইঁদুরের উপদ্রব দেখা দিলেও ইঁদুর কখনও মারা হয় না। কিছু মন্দিরে ইঁদুরের নিয়মিত পুজো করা হয়ে থাকে।

2 / 9
অনেকক্ষেত্রে ইঁদুরেরকূলকে প্রসাদও খাওয়ানো হয়। কিন্তু ঘরের মধ্যে ইঁদুরের আনাগোনা বেড়ে গেলে তা অস্বস্তিকর পরিবেশ শুরু হয়। হিন্দু ধর্মে ইঁদুরকে শুভ বলে মনে করলেও ঘরে ইঁদুরের আগমন কি আদৌও শুভ না অশুভ।  শকুন শাস্ত্র অনুসারে, ইঁদুর কতটা শুভ না অশুভ , তা উল্লেখ রয়েছে।

অনেকক্ষেত্রে ইঁদুরেরকূলকে প্রসাদও খাওয়ানো হয়। কিন্তু ঘরের মধ্যে ইঁদুরের আনাগোনা বেড়ে গেলে তা অস্বস্তিকর পরিবেশ শুরু হয়। হিন্দু ধর্মে ইঁদুরকে শুভ বলে মনে করলেও ঘরে ইঁদুরের আগমন কি আদৌও শুভ না অশুভ। শকুন শাস্ত্র অনুসারে, ইঁদুর কতটা শুভ না অশুভ , তা উল্লেখ রয়েছে।

3 / 9
ঘরে ইঁদুরের আগমন নতুন কিছু নয়। প্রায়ই গৃহস্থের বাড়ির আনাচে কানাচে ছোটাছুটি করতে দেখা যায়। কখনও খাবার নিয়ে গর্তে উঁকি মারতে দেখা যায়। অনেকসময় বইখাতা কেটে ফেলতে বা দামি কিছু জিনিস নষ্ট করতে এই ইঁদুরকূলের জুড়ি মেলা ভার।

ঘরে ইঁদুরের আগমন নতুন কিছু নয়। প্রায়ই গৃহস্থের বাড়ির আনাচে কানাচে ছোটাছুটি করতে দেখা যায়। কখনও খাবার নিয়ে গর্তে উঁকি মারতে দেখা যায়। অনেকসময় বইখাতা কেটে ফেলতে বা দামি কিছু জিনিস নষ্ট করতে এই ইঁদুরকূলের জুড়ি মেলা ভার।

4 / 9
হিন্দু ধর্মে ইঁদুর সাধারণত গণেশের প্রতীক হিসেবে ধরা হয়। তবে বাড়িতে প্রবেশ করে বা গর্তে বসবাস করতে শুরু করে তাহলে ভবিষ্যতের জন্য এটি খুব অশুভ লক্ষণ। বিশ্বাস করা হয়, এর মাধ্যমে শত্রুরা সক্রিয় হতে পারে ও ষড়যন্ত্রের ফাঁদে পা দিতে চলেছেন। সেই সঙ্কেতের আগাম সতর্কবার্তা হিসেবে ইঁদুরের প্রবেশ বেশ শুভ।

হিন্দু ধর্মে ইঁদুর সাধারণত গণেশের প্রতীক হিসেবে ধরা হয়। তবে বাড়িতে প্রবেশ করে বা গর্তে বসবাস করতে শুরু করে তাহলে ভবিষ্যতের জন্য এটি খুব অশুভ লক্ষণ। বিশ্বাস করা হয়, এর মাধ্যমে শত্রুরা সক্রিয় হতে পারে ও ষড়যন্ত্রের ফাঁদে পা দিতে চলেছেন। সেই সঙ্কেতের আগাম সতর্কবার্তা হিসেবে ইঁদুরের প্রবেশ বেশ শুভ।

5 / 9
 বাড়িতে হঠাত্‍ করে ইঁদুরের সংখ্যা বাড়তে শুরু করলে বা ঘরে হাঁটতে হাঁটতে ইঁদুর দেখতে শুরু করেন, তাহলে বুঝবেন খুব শীঘ্রই বড় ক্ষতি হতে চলেছে। বিশ্বাস করা হয় যে ঘরে ঘন ঘন ইঁদুর দেখা দারিদ্র্যের লক্ষণ।

বাড়িতে হঠাত্‍ করে ইঁদুরের সংখ্যা বাড়তে শুরু করলে বা ঘরে হাঁটতে হাঁটতে ইঁদুর দেখতে শুরু করেন, তাহলে বুঝবেন খুব শীঘ্রই বড় ক্ষতি হতে চলেছে। বিশ্বাস করা হয় যে ঘরে ঘন ঘন ইঁদুর দেখা দারিদ্র্যের লক্ষণ।

6 / 9
বাড়িতে ইঁদুরকূল কোনও কিছুতে কুটকুট করে কেটে ক্ষতি সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে শীঘ্রই কোনও খারাপ খবর শুনতে পারেন কয়েকদিনের মধ্যেই। তাই প্রতিটি কাজ সাবধানে করা উচিত।

বাড়িতে ইঁদুরকূল কোনও কিছুতে কুটকুট করে কেটে ক্ষতি সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে শীঘ্রই কোনও খারাপ খবর শুনতে পারেন কয়েকদিনের মধ্যেই। তাই প্রতিটি কাজ সাবধানে করা উচিত।

7 / 9
বাড়িতে যদি ছুঁচো দেখতে পাওয়া যায়, তাহলে তা শুভ। ছুঁতো আকারে বড় হলেও কতকটা ইঁদুরের মতোই দেখতে হয়।  ঘরে যদি ছুঁচোর আগমন ঘচে তা ভালো। তাতে খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি ঘটতে পারে ও লক্ষ্মীর আশীর্বাদে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে।

বাড়িতে যদি ছুঁচো দেখতে পাওয়া যায়, তাহলে তা শুভ। ছুঁতো আকারে বড় হলেও কতকটা ইঁদুরের মতোই দেখতে হয়। ঘরে যদি ছুঁচোর আগমন ঘচে তা ভালো। তাতে খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি ঘটতে পারে ও লক্ষ্মীর আশীর্বাদে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে।

8 / 9
বাড়িতে ইঁদুর বা ছুঁচোর উপদ্রব বাড়লে সঙ্গে সঙ্গে মেরে ফেলবেন না। আগে তাড়ানোর চেষ্টা করুন। কারণ প্রাণী হত্যা করা পাপ। তাই পাপকাজ না করে খাঁচায় বন্দি করে ঘরের বাইরে রেখে দিন। বাড়ি থেকে অনেকটা দূরে ইঁদুর বা ছুঁচোকে ফেলে রেখে আসতে পারেন।

বাড়িতে ইঁদুর বা ছুঁচোর উপদ্রব বাড়লে সঙ্গে সঙ্গে মেরে ফেলবেন না। আগে তাড়ানোর চেষ্টা করুন। কারণ প্রাণী হত্যা করা পাপ। তাই পাপকাজ না করে খাঁচায় বন্দি করে ঘরের বাইরে রেখে দিন। বাড়ি থেকে অনেকটা দূরে ইঁদুর বা ছুঁচোকে ফেলে রেখে আসতে পারেন।

9 / 9
Follow Us:
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?
করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?
আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে
আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে
ক্রেডিট স্কোর ৭৫০-এর নীচে থাকলে নাকি মেলে না এই লোন? জানুন সত্যিটা
ক্রেডিট স্কোর ৭৫০-এর নীচে থাকলে নাকি মেলে না এই লোন? জানুন সত্যিটা