Travel: সংস্কৃতি ও ঐতিহ্যের রঙ মিশে আছে রাজস্থানের এই গ্রামগুলিতে!
সারা বছর এই রাজ্যে ভিড় লেগে থাকে পর্যটনদের। শুধু দেশ নয়, বিদেশের মানুষেরাও আসেন এই রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের সাক্ষী হতে। আর এই দুটির মেলবন্ধনে এবং রঙের ছোঁয়ায় রাজস্থানের এই গ্রামগুলি হয়ে উঠেছে এক একটি পর্যটন কেন্দ্র। সুতরাং ঘুরে আসতে পারেন রাজস্থানের এই রঙিন গ্রামগুলি থেকে।
Most Read Stories