বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham Commonwealth Games 2022) বক্সিংয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগে শেষ ১৬-র ম্যাচে দাপট দেখিয়ে জিতলেন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন (Nikhat Zareen)। এ বারের কমনওয়েলথে ভারতের হয়ে পদক জয়ের অন্যতম দাবিদার নিখাত। (ছবি-এএফপি)
মোজাম্বিকের হেলেনা ইসমাইল বাগাওয়ের (Helena Ismael Bagao) বিরুদ্ধে শেষ ১৬-র ম্যাচে প্রথম থেকেই দাপট দেখানো শুরু করেন ভারতের নিখাত। (ছবি-টুইটার)
তৃতীয় দিন মহিলাদের ৫০ কেজি বক্সিংয়ের ম্যাচে নিখাতের দাপট এতটাই ছিল যে তৃতীয় রাউন্ডেই বাউট শেষ হয়ে যায়। যার ফলে পদক থেকে আর মাত্র একধাপ দূরে তিনি। (ছবি-টুইটার)
বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত ম্যাচের ছত্রে ছত্রে নিজের জাত চেনালেন। মোজাম্বিকের হেলেনাকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়েন নিখাত। (ছবি-এএফপি)
৩ অগস্ট কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে ভারতের নিখাত জারিনের প্রতিপক্ষ ওয়েলসের জোনস হেলেন। (ছবি-টিম ইন্ডিয়া টুইটার)