IND vs AUS Women: সুপার ওভারে জয় ভারতের, বছরের প্রথম হারের স্বাদ অস্ট্রেলিয়ার

Team India: টি-টোয়েন্টি বিশ্বচ্য়াম্পিয়ন। কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেলিস্ট। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এ বছর একটিও ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। কমওয়েলথ গেমসে গোল্ড মেডেল ম্যাচে ভারত অল্পের জন্য হেরেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে অবিশ্বাস্য জয়।

| Edited By: | Updated on: Dec 12, 2022 | 7:30 AM
টি-টোয়েন্টি বিশ্বচ্য়াম্পিয়ন। কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেলিস্ট। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এ বছর একটিও ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। তাদের অশ্বমেধের ঘোড়া থামল ভারতের কাছেই। (ছবি : টুইটার)

টি-টোয়েন্টি বিশ্বচ্য়াম্পিয়ন। কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেলিস্ট। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এ বছর একটিও ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। তাদের অশ্বমেধের ঘোড়া থামল ভারতের কাছেই। (ছবি : টুইটার)

1 / 5
কমওয়েলথ গেমসে গোল্ড মেডেল ম্যাচে ভারত অল্পের জন্য হেরেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে অবিশ্বাস্য জয়। (ছবি : টুইটার)

কমওয়েলথ গেমসে গোল্ড মেডেল ম্যাচে ভারত অল্পের জন্য হেরেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে অবিশ্বাস্য জয়। (ছবি : টুইটার)

2 / 5
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৭ রানের বিশাল স্কোর অস্ট্রেলিয়ার। বেথ মুনি ৫৪ বলে ৮২ এবং তাহিলা ম্যাকগ্রা মাত্র ৫১ বলে ৭০ রান করেন। অ্যালিসা হিলির একমাত্র উইকেটটি নেন দীপ্তি শর্মা। (ছবি : টুইটার)

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৭ রানের বিশাল স্কোর অস্ট্রেলিয়ার। বেথ মুনি ৫৪ বলে ৮২ এবং তাহিলা ম্যাকগ্রা মাত্র ৫১ বলে ৭০ রান করেন। অ্যালিসা হিলির একমাত্র উইকেটটি নেন দীপ্তি শর্মা। (ছবি : টুইটার)

3 / 5
 রান তাড়ায় ওপেনার স্মৃতি মন্ধানা ৪৯ বলে ৭৯ রান করেন। আরও একটা বিধ্বংসী ইনিংস রিচা ঘোষের। মাত্র ১৩ বলে ২৬ রান করেন। শেষ বলে ৫ রান প্রয়োজন ছিল ভারতের। দেবিকা বৈদ্য বাউন্ডারি মেরে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান। (ছবি : টুইটার)

রান তাড়ায় ওপেনার স্মৃতি মন্ধানা ৪৯ বলে ৭৯ রান করেন। আরও একটা বিধ্বংসী ইনিংস রিচা ঘোষের। মাত্র ১৩ বলে ২৬ রান করেন। শেষ বলে ৫ রান প্রয়োজন ছিল ভারতের। দেবিকা বৈদ্য বাউন্ডারি মেরে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান। (ছবি : টুইটার)

4 / 5
সুপার ওভারে ওপেনার রিচা ২ বলে ৬ রান, স্মৃতি ৩ বলে ১৩ রান করেন। অস্ট্রেলিয়াকে ২১ রানের লক্ষ্য দেয় ভারত। রেনুকা সিংয়ের প্রথম চার বলে ৭ রান দিয়ে অ্যাশলে গার্ডনারের উইকেট নেন। পঞ্চম বলে মিস ফিল্ডে বাউন্ডারি এবং শেষ বলে ৬ মারলেও মোট ১৬ রান তোলে অস্ট্রেলিয়া। ৪ রানের রুদ্ধশ্বাস জয় ভারতের। (ছবি : টুইটার)

সুপার ওভারে ওপেনার রিচা ২ বলে ৬ রান, স্মৃতি ৩ বলে ১৩ রান করেন। অস্ট্রেলিয়াকে ২১ রানের লক্ষ্য দেয় ভারত। রেনুকা সিংয়ের প্রথম চার বলে ৭ রান দিয়ে অ্যাশলে গার্ডনারের উইকেট নেন। পঞ্চম বলে মিস ফিল্ডে বাউন্ডারি এবং শেষ বলে ৬ মারলেও মোট ১৬ রান তোলে অস্ট্রেলিয়া। ৪ রানের রুদ্ধশ্বাস জয় ভারতের। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: