Women’s Asia Cup 2022: সপ্তম স্বর্গে ভারত, এশিয়া সেরা হরমনপ্রীতরা

সপ্তম এশিয়া কাপ ভারতে নিয়ে এলেন হরমনপ্রীত কৌররা। সিলেটে এ বার আয়োজিত হয়েছিল মহিলাদের এশিয়া কাপ। টুর্নামেন্টের অষ্টম সংস্করণ ছিল এটি। ফাইনালে চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারালেন স্মৃতিরা।

| Edited By: | Updated on: Oct 16, 2022 | 7:00 AM
সপ্তম এশিয়া কাপ ভারতে নিয়ে এলেন হরমনপ্রীত কৌররা। সিলেটে এ বার আয়োজিত হয়েছিল মহিলাদের এশিয়া কাপ (Women’s Asia Cup 2022)। টুর্নামেন্টের অষ্টম সংস্করণ ছিল এটি। ফাইনালে চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারালেন স্মৃতিরা। (Pic Courtesy- ACC Media)

সপ্তম এশিয়া কাপ ভারতে নিয়ে এলেন হরমনপ্রীত কৌররা। সিলেটে এ বার আয়োজিত হয়েছিল মহিলাদের এশিয়া কাপ (Women’s Asia Cup 2022)। টুর্নামেন্টের অষ্টম সংস্করণ ছিল এটি। ফাইনালে চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারালেন স্মৃতিরা। (Pic Courtesy- ACC Media)

1 / 5
সিলেটে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে চামারিদের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন রেনুকা সিং। ৩ ওভার বল করে ১টি মেডেনসহ ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন রেনুকা। (Pic Courtesy- ACC Media)

সিলেটে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে চামারিদের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন রেনুকা সিং। ৩ ওভার বল করে ১টি মেডেনসহ ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন রেনুকা। (Pic Courtesy- ACC Media)

2 / 5
ফাইনাল ম্যাচে দীপ্তি শর্মা কোনও উইকেট পাননি। তাঁকে ব্যাট করতে নামতেও হয়নি।  তবে পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁর পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। ৮ ম্যাচে ৩.৩৩ ইকোনমিতে ১৩টি উইকেট নিয়েছেন দীপ্তি। ব্যাট হাতে তিনি করে যান ৯৪ রান। (Pic Courtesy- ACC Media)

ফাইনাল ম্যাচে দীপ্তি শর্মা কোনও উইকেট পাননি। তাঁকে ব্যাট করতে নামতেও হয়নি। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁর পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। ৮ ম্যাচে ৩.৩৩ ইকোনমিতে ১৩টি উইকেট নিয়েছেন দীপ্তি। ব্যাট হাতে তিনি করে যান ৯৪ রান। (Pic Courtesy- ACC Media)

3 / 5
এ বারের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হলেন ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ। মহিলাদের এশিয়া কাপের অষ্টম সংস্করণের ৮ ম্যাচে ২১৭ রান করেন জেমাইমা। যার মধ্যে রয়েছে ২৯টি চার ও ৩০টি ছয়। (Pic Courtesy- ACC Media)

এ বারের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হলেন ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ। মহিলাদের এশিয়া কাপের অষ্টম সংস্করণের ৮ ম্যাচে ২১৭ রান করেন জেমাইমা। যার মধ্যে রয়েছে ২৯টি চার ও ৩০টি ছয়। (Pic Courtesy- ACC Media)

4 / 5
এ বারের গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে ওঠা হয়নি ভারতের। গ্রুপ পর্বের ৬টি ম্যাচের একটিতে হেরে যায় ভারত। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। তবে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে এ বারও কিস্তিমাত করেছে ভারত। মোট ৭টি দল এ বারের মহিলাদের বিশ্বকাপে অংশ নিয়েছিল। ৬টি ম্যাচের একটিতেও জয় জোটেনি মালয়েশিয়ার। (Pic Courtesy- ACC Media)

এ বারের গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে ওঠা হয়নি ভারতের। গ্রুপ পর্বের ৬টি ম্যাচের একটিতে হেরে যায় ভারত। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। তবে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে এ বারও কিস্তিমাত করেছে ভারত। মোট ৭টি দল এ বারের মহিলাদের বিশ্বকাপে অংশ নিয়েছিল। ৬টি ম্যাচের একটিতেও জয় জোটেনি মালয়েশিয়ার। (Pic Courtesy- ACC Media)

5 / 5
Follow Us: