Axar Patel Marriage: ব্যান্ড বাজা বারাত; হলদি, সঙ্গীতের পর চারহাত এক অক্ষর-মেহার

Axar Patel and Meha Patel: ভারতীয় ক্রিকেটে বিয়ের মরসুম চলছে। চলতি জানুয়ারি মাসে মেন ইন ব্লুর দুই ক্রিকেটার জীবনের নতুন ইনিংস শুরু করলেন। দিনকয়েক আগে সাতপাকে বাঁধা পড়েছিলেন লোকেশ রাহুল। এ বার সেই দলে নাম লেখালেন ভারতীয় ক্রিকেটের বাপু, অক্ষর প্যাটেল।

| Edited By: | Updated on: Jan 27, 2023 | 1:15 PM
চলতি জানুয়ারিতে মেন ইন ব্লু-র দুই ক্রিকেটার সাতপাকে বাঁধা পড়লেন। ২৩ জানুয়ারি বলিউড তারকা আথিয়া শেট্টির সঙ্গে বিয়ে করেছেন লোকেশ রাহুল। এ বার টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলও (Axar Patel) বিয়ের পিঁড়িতে বসলেন। (ছবি-টুইটার)

চলতি জানুয়ারিতে মেন ইন ব্লু-র দুই ক্রিকেটার সাতপাকে বাঁধা পড়লেন। ২৩ জানুয়ারি বলিউড তারকা আথিয়া শেট্টির সঙ্গে বিয়ে করেছেন লোকেশ রাহুল। এ বার টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলও (Axar Patel) বিয়ের পিঁড়িতে বসলেন। (ছবি-টুইটার)

1 / 8
লোকেশ রাহুল ধুমধাম করে বিয়ে করেননি। বাড়ির নিকটআত্মীয়দের উপস্থিতিতেই তাঁর ও আথিয়ার বিয়ে হয়েছে। কেএলের বিয়ের তিন দিন পরই একেবারে সকলকে তাক লাগিয়ে দিয়ে দীর্ঘদিনের বান্ধবী মেহার (Meha Patel) সঙ্গে সাতজন্ম সঙ্গে থাকার অঙ্গীকার নিলেন অক্ষর। (ছবি-টুইটার)

লোকেশ রাহুল ধুমধাম করে বিয়ে করেননি। বাড়ির নিকটআত্মীয়দের উপস্থিতিতেই তাঁর ও আথিয়ার বিয়ে হয়েছে। কেএলের বিয়ের তিন দিন পরই একেবারে সকলকে তাক লাগিয়ে দিয়ে দীর্ঘদিনের বান্ধবী মেহার (Meha Patel) সঙ্গে সাতজন্ম সঙ্গে থাকার অঙ্গীকার নিলেন অক্ষর। (ছবি-টুইটার)

2 / 8
অক্ষর ও মেহার বিয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁদের সঙ্গীতে পরিবারের সদস্য, বন্ধুবান্ধবরাও ছাড়া উপস্থিত ছিলেন একাধিক তারকা ক্রিকেটার। তাঁদের মধ্যে ছিলেন মহম্মদ কাইফও। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন কাইফ। (ছবি-টুইটার)

অক্ষর ও মেহার বিয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁদের সঙ্গীতে পরিবারের সদস্য, বন্ধুবান্ধবরাও ছাড়া উপস্থিত ছিলেন একাধিক তারকা ক্রিকেটার। তাঁদের মধ্যে ছিলেন মহম্মদ কাইফও। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন কাইফ। (ছবি-টুইটার)

3 / 8
অক্ষর ও মেহা নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ঝলক তুলে ধরছেন না। তা সত্ত্বেও আমন্ত্রিত ব্যক্তিদের মাধ্যমে তাঁদের হলদি থেকে বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। (ছবি-টুইটার)

অক্ষর ও মেহা নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ঝলক তুলে ধরছেন না। তা সত্ত্বেও আমন্ত্রিত ব্যক্তিদের মাধ্যমে তাঁদের হলদি থেকে বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। (ছবি-টুইটার)

4 / 8
এক্কেবারে রোমান্টিক ভাবে সঙ্গীত, মেহেন্দি, হলদির অনুষ্ঠান করেছেন অক্ষর ও মেহা। (ছবি-টুইটার)

এক্কেবারে রোমান্টিক ভাবে সঙ্গীত, মেহেন্দি, হলদির অনুষ্ঠান করেছেন অক্ষর ও মেহা। (ছবি-টুইটার)

5 / 8
গুজরাটের বরোদায় ধুমধাম ধরে দীর্ঘদিনের বান্ধবী মেহার সঙ্গে নতুন জীবন শুরু করার অঙ্গীকার নিয়েছেন অক্ষর। তাঁদের বিয়েতে হাজির ছিলেন ভারতের তারকা ক্রিকেটার জয়দেব উনাদকটও। (ছবি-টুইটার)

গুজরাটের বরোদায় ধুমধাম ধরে দীর্ঘদিনের বান্ধবী মেহার সঙ্গে নতুন জীবন শুরু করার অঙ্গীকার নিয়েছেন অক্ষর। তাঁদের বিয়েতে হাজির ছিলেন ভারতের তারকা ক্রিকেটার জয়দেব উনাদকটও। (ছবি-টুইটার)

6 / 8
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল অক্ষর ও মেহার বিয়ের ভিডিয়ো ও ছবি। একাধিক বলিউড গানের তালে কোমর দোলান অক্ষর ও মেহা। (ছবি-টুইটার)

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল অক্ষর ও মেহার বিয়ের ভিডিয়ো ও ছবি। একাধিক বলিউড গানের তালে কোমর দোলান অক্ষর ও মেহা। (ছবি-টুইটার)

7 / 8
অক্ষর ও মেহা দু'জনই সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। তাঁরা একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তুলে ধরেন। উল্লেখ্য, ২০২২ সালে নিজের জন্মদিনে নিউট্রিশনিস্ট ও ডায়াটেশিয়ান বান্ধবী মেহার সঙ্গে এনগেজমেন্ট করেছিলেন অক্ষর। এক বছরের মাথায় তাঁদের চারহাত এক হল। (ছবি-টুইটার)

অক্ষর ও মেহা দু'জনই সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। তাঁরা একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তুলে ধরেন। উল্লেখ্য, ২০২২ সালে নিজের জন্মদিনে নিউট্রিশনিস্ট ও ডায়াটেশিয়ান বান্ধবী মেহার সঙ্গে এনগেজমেন্ট করেছিলেন অক্ষর। এক বছরের মাথায় তাঁদের চারহাত এক হল। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us: