Tokyo Olympics 2020: গেমস ভিলেজে অনুশীলনে মত্ত প্রণতি-বজরংরা

হাতে রয়েছে মাত্র তিন দিন। শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক (Tokyo Olympics)। তার আগে গেমস ভিলেজে (Games Village) অনুশীলনে মত্ত ভারতীয় অ্যাথলিটরা (Indian athletes)। শেষ বেলার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না প্রণতি-মানা প্যাটেলরা। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (SAI) তরফ থেকে ভারতীয় অ্যাথলিটদের অনুশীলনের ছবি পোস্ট করা হয়েছে। একনজরে দেখে নিন ভারতীয় অ্যাথলিটদের অনুশীলনের কিছু ছবি...

| Edited By: | Updated on: Jul 20, 2021 | 8:10 PM
ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া (Bajrang Punia) গেমস ভিলেজের ম্যাটে অনুশীলন করছেন।

ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া (Bajrang Punia) গেমস ভিলেজের ম্যাটে অনুশীলন করছেন।

1 / 9
অনুশীলনের ফাঁকে লেন্সবন্দি মানা ও শ্রীহরি নটরাজ।

অনুশীলনের ফাঁকে লেন্সবন্দি মানা ও শ্রীহরি নটরাজ।

2 / 9
মনু ভাকর (Manu Bhaker) শেষ বেলার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না।

মনু ভাকর (Manu Bhaker) শেষ বেলার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না।

3 / 9
ভারতের জিমন্যাস্ট প্রণতি নায়েক (Pranati Nayak) গেমস ভিলেজে অনুশীলনে নেমে পড়েছেন।

ভারতের জিমন্যাস্ট প্রণতি নায়েক (Pranati Nayak) গেমস ভিলেজে অনুশীলনে নেমে পড়েছেন।

4 / 9
ভারতের হয়ে টোকিওয় জুডোতে নামবেন সুশীলা দেবী (Shushila Devi)। গেমস ভিলেজে প্রস্তুতি সেরে নিচ্ছেন সুশীলা দেবী।

ভারতের হয়ে টোকিওয় জুডোতে নামবেন সুশীলা দেবী (Shushila Devi)। গেমস ভিলেজে প্রস্তুতি সেরে নিচ্ছেন সুশীলা দেবী।

5 / 9
ভারতের তিরন্দাজরা দ্বিতীয় দিনের অনুশীলনে নেমে পড়েছেন।

ভারতের তিরন্দাজরা দ্বিতীয় দিনের অনুশীলনে নেমে পড়েছেন।

6 / 9
গেমস ভিলেজে প্রস্তুতির ফাঁকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ভারতীয় মহিলা হকি দলের সদস্যরা।

গেমস ভিলেজে প্রস্তুতির ফাঁকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ভারতীয় মহিলা হকি দলের সদস্যরা।

7 / 9
তিন ভারতীয় (মানা প্যাটেল, সজন প্রকাশ, শ্রীহরি নটরাজ) সাঁতারু এক ফ্রেমে।

তিন ভারতীয় (মানা প্যাটেল, সজন প্রকাশ, শ্রীহরি নটরাজ) সাঁতারু এক ফ্রেমে।

8 / 9
ভারতীয় ফেন্সার ভবানী দেবী (Bhavani Devi) আজ, মঙ্গলবার পৌঁছে গেছেন গেমস ভিলেজে। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

ভারতীয় ফেন্সার ভবানী দেবী (Bhavani Devi) আজ, মঙ্গলবার পৌঁছে গেছেন গেমস ভিলেজে। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

9 / 9
Follow Us: