BS Chandrasekhar’s Birthday: ৭৭-এ পা দিলেন ভারতীয় কিংবদন্তি স্পিনার বিএস চন্দ্রশেখর

আজ প্রাক্তন ভারতীয় স্পিনার ভগবৎ সুব্রাহ্মণ চন্দ্রশেখরের (BS Chandrasekhar) ৭৭তম জন্মদিন। ৭৬টা বসন্ত পার করে ফেললেন চন্দ্রশেখর। কেরিয়ারে দেশে-বিদেশে ভীষণ সফল ছিলেন তিনি। ভারতের স্পিনার ত্রয়ী বেদী-প্রসন্ন-চন্দ্রশেখর সেই সময় ত্রাস ছিলেন বিপক্ষ টিমগুলোর। তাঁর ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে, ভারতের হয়ে মোট ৫৮টি টেস্টে খেলেছেন চন্দ্রশেখর। টেস্টে তাঁর শিকার ২৪২ উইকেট। অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য ১৯৭২ সালে তিনি অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রীও পান।

| Edited By: | Updated on: May 17, 2022 | 10:00 AM
১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে, ভারতের হয়ে মোট ৫৮টি টেস্টে খেলেছেন চন্দ্রশেখর। টেস্টে তাঁর শিকার ২৪২ উইকেট। (Pic Courtesy-espncricinfo)

১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে, ভারতের হয়ে মোট ৫৮টি টেস্টে খেলেছেন চন্দ্রশেখর। টেস্টে তাঁর শিকার ২৪২ উইকেট। (Pic Courtesy-espncricinfo)

1 / 4
১৯৭১ সালে ওভালে অনুষ্ঠিত ভারত বনাম ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮.১ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে ৬ উইকেট পেয়েছিলেন। ওই ম্যাচে ৪ উইকেটে ভারত জিতেছিল। পাশাপাশি তাঁর এই বোলিং পরিসংখ্যান ২০০২ সালে উইজডেন কর্তৃক শতাব্দীর সেরা ভারতীয় বোলিং হিসেবে বিবেচিত হয়েছিল।  (Pic Courtesy-espncricinfo)

১৯৭১ সালে ওভালে অনুষ্ঠিত ভারত বনাম ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮.১ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে ৬ উইকেট পেয়েছিলেন। ওই ম্যাচে ৪ উইকেটে ভারত জিতেছিল। পাশাপাশি তাঁর এই বোলিং পরিসংখ্যান ২০০২ সালে উইজডেন কর্তৃক শতাব্দীর সেরা ভারতীয় বোলিং হিসেবে বিবেচিত হয়েছিল। (Pic Courtesy-espncricinfo)

2 / 4
অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য ১৯৭২ সালে তিনি অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রীও পান। (Pic Courtesy-espncricinfo)

অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য ১৯৭২ সালে তিনি অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রীও পান। (Pic Courtesy-espncricinfo)

3 / 4
১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে দেশে-বিদেশে ভীষণ সফল ছিলেন চন্দ্রশেখর। ভারতের স্পিনার ত্রয়ী বেদী-প্রসন্ন-চন্দ্রশেখর সেই সময় ত্রাস ছিলেন বিপক্ষ টিমগুলোর।  (Pic Courtesy-espncricinfo)

১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে দেশে-বিদেশে ভীষণ সফল ছিলেন চন্দ্রশেখর। ভারতের স্পিনার ত্রয়ী বেদী-প্রসন্ন-চন্দ্রশেখর সেই সময় ত্রাস ছিলেন বিপক্ষ টিমগুলোর। (Pic Courtesy-espncricinfo)

4 / 4
Follow Us: