Infinix Hot 11 2022: ভারতে আসছে ইনফিনিক্স হট ১১ ২০২২, ফ্লিপকার্টে ফাঁস স্পেসিফিকেশন, দাম কত হতে পারে?

Infinix Hot 11 2022: ভারতে ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোন কবে লঞ্চ হবে এবং ফ্লিপকার্টে এই ফোনের কী কী স্পেসিফিকেশন ফাঁস হয়েছে ও ফোনের দাম কতে পারে দেখে নিন।

| Edited By: | Updated on: Apr 11, 2022 | 6:15 PM
ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ১১ ২০২২ স্মার্টফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৫ এপ্রিল এই ফোন লঞ্চ হবে ভারতে।

ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ১১ ২০২২ স্মার্টফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৫ এপ্রিল এই ফোন লঞ্চ হবে ভারতে।

1 / 6
ইনফিনিক্স আসলে হংকংয়ের একটি কোম্পানি। এই কোম্পানির আসন্ন ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে।

ইনফিনিক্স আসলে হংকংয়ের একটি কোম্পানি। এই কোম্পানির আসন্ন ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে।

2 / 6
ইনফিনিক্স হট ১১ ২০২২ একটি বাজেট স্মার্টফোন হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ভারতে এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে হতে পারে। যদিও এই প্রসঙ্গে ইনফিনিক্স সংস্থা এখনও কিছু জানায়নি।

ইনফিনিক্স হট ১১ ২০২২ একটি বাজেট স্মার্টফোন হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ভারতে এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে হতে পারে। যদিও এই প্রসঙ্গে ইনফিনিক্স সংস্থা এখনও কিছু জানায়নি।

3 / 6
ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে হলোগ্রাফিক ডিজাইনের সঙ্গে থাকতে পারে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং আয়তাকার ক্যামেরা মডিউল। সেখানেই সমস্ত ক্যামেরা সেনসর সেট করা থাকবে।

ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে হলোগ্রাফিক ডিজাইনের সঙ্গে থাকতে পারে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং আয়তাকার ক্যামেরা মডিউল। সেখানেই সমস্ত ক্যামেরা সেনসর সেট করা থাকবে।

4 / 6
ইনফিনিক্সের আসন্ন বাজেট ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং টাইপ- সি ইউএসবি চার্জারের সাপোর্ট থাকতে পারে। একবার ফোনে চার্জ দিলে সারাদিন ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে ইনফিনিক্স সংস্থা। তবে চার্জিং সাপোর্ট কেমন হবে তা এখনও জানা যায়নি।

ইনফিনিক্সের আসন্ন বাজেট ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং টাইপ- সি ইউএসবি চার্জারের সাপোর্ট থাকতে পারে। একবার ফোনে চার্জ দিলে সারাদিন ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে ইনফিনিক্স সংস্থা। তবে চার্জিং সাপোর্ট কেমন হবে তা এখনও জানা যায়নি।

5 / 6
ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে একটি এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। এছাড়াও ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আর ডিসপ্লের উপর সেলফি ক্যামেরার জন্য থাকবে হোল পাঞ্চ কাটআউট ডিজাইন।

ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে একটি এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। এছাড়াও ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আর ডিসপ্লের উপর সেলফি ক্যামেরার জন্য থাকবে হোল পাঞ্চ কাটআউট ডিজাইন।

6 / 6
Follow Us: