৮৫০০ টাকারও কমে ভারতে লঞ্চ হল Infinix Hot 12 Play Budget Smartphone, কেন কিনবেন? জানুন খুঁটিনাটি

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 23, 2022 | 11:23 PM

Infinix Hot 12 Play: ৮৪৯৯ টাকায় ফের ভারতে নতুন Budget Smartphone লঞ্চ করল Infinix, দেখে নিন বিভিন্ন ফিচার-স্পেসিফিকেশন।

1 / 6
সম্প্রতিই ভারতে লঞ্চ হল নতুন বাজেট স্মার্টফোন ইনফিনিক্স হট ১২ প্লে। এই ফোনের দাম অনুপাতে যথেষ্ট আধুনিক ও উন্নত ফিচার রয়েছে। একনজরে এই ফোনের খুঁটিনাটি দেখে নেওয়া যাক।

সম্প্রতিই ভারতে লঞ্চ হল নতুন বাজেট স্মার্টফোন ইনফিনিক্স হট ১২ প্লে। এই ফোনের দাম অনুপাতে যথেষ্ট আধুনিক ও উন্নত ফিচার রয়েছে। একনজরে এই ফোনের খুঁটিনাটি দেখে নেওয়া যাক।

2 / 6
সম্প্রতি Infinix Hot 12 Play ফোন ভারতে 4 GB RAM এবং 64 GB Storage নিয়ে লঞ্চ হয়েছে। এই মডেলের দাম ৮৪৯৯ টাকা। Champagne Gold, Daylight Green, Horizon Blue, Racing Black- এই চারটি রঙে দেশে লঞ্চ হয়েছে Infinix Hot 12 Play স্মার্টফোন।

সম্প্রতি Infinix Hot 12 Play ফোন ভারতে 4 GB RAM এবং 64 GB Storage নিয়ে লঞ্চ হয়েছে। এই মডেলের দাম ৮৪৯৯ টাকা। Champagne Gold, Daylight Green, Horizon Blue, Racing Black- এই চারটি রঙে দেশে লঞ্চ হয়েছে Infinix Hot 12 Play স্মার্টফোন।

3 / 6
আগামী ৩০ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে E-Commerce সংস্থা Flipkart-এর মাধ্যমে। আপাতত প্রাথমিক স্তরে Infinix Hot 12 Play ফোনের দাম ৮৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। কতদিন এই ফোনের দাম এটাই বজায় থাকবে, তা স্পষ্টভাবে জানা যায়নি।

আগামী ৩০ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে E-Commerce সংস্থা Flipkart-এর মাধ্যমে। আপাতত প্রাথমিক স্তরে Infinix Hot 12 Play ফোনের দাম ৮৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। কতদিন এই ফোনের দাম এটাই বজায় থাকবে, তা স্পষ্টভাবে জানা যায়নি।

4 / 6
Infinix Hot 12 Play স্মার্টফোনে রয়েছে একটি dual rear camera সেটআপ। এর সঙ্গে একটি quad-LED flash-ও রয়েছে এই ফোনে। এখানকার ক্যামেরা সেটআপে রয়েছে একটি 13 MP প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে একটি Depth Sensor।

Infinix Hot 12 Play স্মার্টফোনে রয়েছে একটি dual rear camera সেটআপ। এর সঙ্গে একটি quad-LED flash-ও রয়েছে এই ফোনে। এখানকার ক্যামেরা সেটআপে রয়েছে একটি 13 MP প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে একটি Depth Sensor।

5 / 6
এই ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে 8 MP ফ্রন্ট ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে dual-LED flash। এছাড়াও Infinix Hot 12 ফোনে একটি 6,000mAh ব্যাটারি রয়েছে। এর সঙ্গে থাকছে 10W standard charging support। ফোনের ওজন ২০৯ গ্রাম।

এই ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে 8 MP ফ্রন্ট ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে dual-LED flash। এছাড়াও Infinix Hot 12 ফোনে একটি 6,000mAh ব্যাটারি রয়েছে। এর সঙ্গে থাকছে 10W standard charging support। ফোনের ওজন ২০৯ গ্রাম।

6 / 6
Infinix Hot 12 Play ফোনে একটি octa-core UniSoc T610 SoC রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে 4 GB RAM। ফোনের অব্যবহৃত স্টোরেজের সাহায্যে এই ফোনের RAM-এর পরিমাণ আরও 3 GB পর্যন্ত বাড়ানো সম্ভব। Infinix Hot 12 Play ফোনের Internal Storage-এর পরিমাণ 64 GB। তবে এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 256 GB পর্যন্ত বাড়ানো সম্ভব।

Infinix Hot 12 Play ফোনে একটি octa-core UniSoc T610 SoC রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে 4 GB RAM। ফোনের অব্যবহৃত স্টোরেজের সাহায্যে এই ফোনের RAM-এর পরিমাণ আরও 3 GB পর্যন্ত বাড়ানো সম্ভব। Infinix Hot 12 Play ফোনের Internal Storage-এর পরিমাণ 64 GB। তবে এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 256 GB পর্যন্ত বাড়ানো সম্ভব।

Next Photo Gallery