Bangla NewsPhoto gallery Inside Cristiano Ronaldo’s Saudi home with ex Man Utd ace living in super sized ‘Kingdom Suite’ with Georgina and kids
Cristiano Ronaldo: রোনাল্ডোর এক মাসের আশিয়ানা! অন্দরমহল চমকে দেওয়ার মতো
Kingdom Suite: সৌদি আরবের আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। যদিও তাঁর এবং পরিবারের থাকার পাকাপাকি ব্যবস্থা এখনও হয়নি। মাস খানেকের জন্য রিয়াধের একটি হোটেলে থাকবেন রোনাল্ডো। ৯৯ তলা হোটেল, দু-টো ফ্লোর রোনাল্ডো এবং তাঁর পরিবারের জন্য বুক করা হয়েছে। চমকে দেওয়ার মতোই অন্দরমহল।