Cristiano Ronaldo: রোনাল্ডোর এক মাসের আশিয়ানা! অন্দরমহল চমকে দেওয়ার মতো

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 09, 2023 | 10:00 AM

Kingdom Suite: সৌদি আরবের আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। যদিও তাঁর এবং পরিবারের থাকার পাকাপাকি ব্যবস্থা এখনও হয়নি। মাস খানেকের জন্য রিয়াধের একটি হোটেলে থাকবেন রোনাল্ডো। ৯৯ তলা হোটেল, দু-টো ফ্লোর রোনাল্ডো এবং তাঁর পরিবারের জন্য বুক করা হয়েছে। চমকে দেওয়ার মতোই অন্দরমহল।

1 / 7
সৌদি আরবের আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। যদিও তাঁর এবং পরিবারের থাকার পাকাপাকি ব্যবস্থা এখনও হয়নি। (ছবি: টুইটার)

সৌদি আরবের আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। যদিও তাঁর এবং পরিবারের থাকার পাকাপাকি ব্যবস্থা এখনও হয়নি। (ছবি: টুইটার)

2 / 7
মাস খানেকের জন্য রিয়াধের একটি হোটেলে থাকবেন রোনাল্ডো। ৯৯ তলা হোটেল, দু-টো ফ্লোর রোনাল্ডো এবং তাঁর পরিবারের জন্য বুক করা হয়েছে। চমকে দেওয়ার মতোই অন্দরমহল। (ছবি: টুইটার)

মাস খানেকের জন্য রিয়াধের একটি হোটেলে থাকবেন রোনাল্ডো। ৯৯ তলা হোটেল, দু-টো ফ্লোর রোনাল্ডো এবং তাঁর পরিবারের জন্য বুক করা হয়েছে। চমকে দেওয়ার মতোই অন্দরমহল। (ছবি: টুইটার)

3 / 7
হোটেলেও বাড়ির অনুভূতি দিতে সব রকম ব্যবস্থাই থাকছে রোনাল্ডোর জন্য। খরচ যদিও প্রকাশ্যে আসেনি। তবে এই হোটেলে প্রেসিডেন্সিয়াল সুইটের এক রাতের সর্বনিম্ন খরচ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। (ছবি: টুইটার)

হোটেলেও বাড়ির অনুভূতি দিতে সব রকম ব্যবস্থাই থাকছে রোনাল্ডোর জন্য। খরচ যদিও প্রকাশ্যে আসেনি। তবে এই হোটেলে প্রেসিডেন্সিয়াল সুইটের এক রাতের সর্বনিম্ন খরচ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। (ছবি: টুইটার)

4 / 7
ব্রিটিশ সংবাদ মাধ্যমে হোটেলের এক কর্তা জানিয়েছেন, ৪৮ ও ৫০ এই দুটি ফ্লোর নেওয়া হয়েছে রোনাল্ডো ও তাঁর পরিবারের জন্য। লিভিং রুম থেকে শুরু করে মিডিয়ার জন্য আলাদা রুম। কী নেই তাতে!(ছবি: টুইটার)

ব্রিটিশ সংবাদ মাধ্যমে হোটেলের এক কর্তা জানিয়েছেন, ৪৮ ও ৫০ এই দুটি ফ্লোর নেওয়া হয়েছে রোনাল্ডো ও তাঁর পরিবারের জন্য। লিভিং রুম থেকে শুরু করে মিডিয়ার জন্য আলাদা রুম। কী নেই তাতে!(ছবি: টুইটার)

5 / 7
সৌদির রাজধানী রিয়াধে এই হোটেল। রুম থেকে প্রায় পুরো শহরটাকেই দেখতে পাবেন রোনাল্ডো। এক মাসের মধ্যে পাকাপাকি থাকার ব্যবস্থা হয়ে যাবে রোনাল্ডো ও তাঁর পরিবারের। (ছবি: টুইটার)

সৌদির রাজধানী রিয়াধে এই হোটেল। রুম থেকে প্রায় পুরো শহরটাকেই দেখতে পাবেন রোনাল্ডো। এক মাসের মধ্যে পাকাপাকি থাকার ব্যবস্থা হয়ে যাবে রোনাল্ডো ও তাঁর পরিবারের। (ছবি: টুইটার)

6 / 7
রোনাল্ডোর জন্য বিভিন্ন স্বাদের খাবার থাকছে। এমনকী চিন, জাপান, ভারত এবং মধ্যপ্রাচ্যের অন্য়ান্য দেশের খাবারও থাকবে হোটেলে। সঙ্গে থাকছে টেনিস কোর্ট, স্পা, সউনা, মাসাজের ব্য়বস্থাও। (ছবি: টুইটার)

রোনাল্ডোর জন্য বিভিন্ন স্বাদের খাবার থাকছে। এমনকী চিন, জাপান, ভারত এবং মধ্যপ্রাচ্যের অন্য়ান্য দেশের খাবারও থাকবে হোটেলে। সঙ্গে থাকছে টেনিস কোর্ট, স্পা, সউনা, মাসাজের ব্য়বস্থাও। (ছবি: টুইটার)

7 / 7
অস্থায়ী ঠিকানা হলেও হোটেলের ব্যবস্থাপনায় খুশি রোনাল্ডোর সঙ্গী জর্জিনা রডরিগেজ। শপিং মল, ব্র্যান্ডেড জিনিসপত্রের স্টোর সবকিছুই হাতের কাছে। স্থায়ী ঠিকানা হিসেবে দুটি জায়গা দেখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন আল নাসের কর্তারা। (ছবি: টুইটার)

অস্থায়ী ঠিকানা হলেও হোটেলের ব্যবস্থাপনায় খুশি রোনাল্ডোর সঙ্গী জর্জিনা রডরিগেজ। শপিং মল, ব্র্যান্ডেড জিনিসপত্রের স্টোর সবকিছুই হাতের কাছে। স্থায়ী ঠিকানা হিসেবে দুটি জায়গা দেখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন আল নাসের কর্তারা। (ছবি: টুইটার)

Next Photo Gallery