Bangla NewsPhoto gallery IPL Points Table 2021 Standings ranking Orange Cap list after Kolkata Knight Riders vs Rajasthan Royals in Bengali 7th October 2021
IPL 2021 Orange Cap: কমলা টুপির মালিক লোকেশ রাহুল
চলতি আইপিএলে (IPL) এখনও পর্যন্ত ৫৪টি ম্যাচ হয়েছে। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ। এ বারের আইপিএলের (Orange Cap) কমলা টুপি দখলের জন্য জোরদার লড়াই চলছে। আইপিএলে (IPL) বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকার শীর্ষে রয়েছেন পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল। বৃহস্পতিবার ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে চেন্নাইয়ের বিরুদ্ধে ৯৮* রানের অধিনায়োকচিত ইনিংসের সুবাদে কেএল রাহুলের থেকে অরেঞ্জ ক্যাপ অন্য ব্যাটারা কেড়ে নিতে পারলেন না।