এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে ৬২৬ রান করে কমলা টুপির মালিক হয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
চেন্নাই সুপার কিংসের ওপেনার ফাফ দু প্লেসি (Faf du Plessis) ১৪ ম্যাচে ৫৪৬ রান করেছেন। লিগ পর্বের শেষে দু প্লেসি কমলা টুপি দখলের লড়াইয়ে দু'নম্বরে উঠে এসছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
গতকাল বিরাটের আরসিবির কাছে পন্থের দিল্লি হারলেও, অরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ১৪ ম্যাচে ধাওয়ান করেছেন ৫৪৪ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
চেন্নাইয়ের আর এক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১৪ ম্যাচে ৫৩৩ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
এখনও পর্যন্ত আইপিএলের ১৪টি ম্যাচে খেলে ৪৯৮ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)