Bangla News Photo gallery IPL Points Table 2021 Standings ranking Purple Cap list after Royal Challengers Bangalore vs Delhi Capitals in Bengali 8th October 2021
IPL 2021 Purple Cap: লিগ পর্বের শেষেও পার্পল ক্যাপ হর্ষলের ঝুলিতেই
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Oct 09, 2021 | 10:03 AM
চলতি মরসুমে আইপিএলের (IPL) লিগ পর্ব শেষ হয়ে গিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রত্যেক মরসুমেই সবথেকে বেশি উইকেটশিকারী বোলার পান পার্পল ক্যাপ (Purple Cap)। শুক্রবার মরুশহরে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। সেই ম্যাচে ১ উইকেট পেয়েছেন আরসিবির হর্ষল প্যাটেল। এবং, এ বারের আইপিএলে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে এসেছে ৩০টি উইকেট। জেনে নিন আইপিএলের লিগ পর্বের শেষে বেগুনি টুপির দৌড়ে কে কোথায় রয়েছে...
1 / 5
এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ৫৬টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরসিবির হর্ষল প্যাটেল। ১৪টি ম্যাচে ৫২.২ ওভারে ৪৪০ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছেন ৩০টি উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
2 / 5
পার্পল ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের আবেশ খান। ৩৮১ রানের বিনিময়ে ১৪টি ম্যাচে ৫৩ ওভারে ২২টি উইকেট নিয়েছেন তিনি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
3 / 5
পার্পল ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা। ১৪ ম্যাচে ৫৫ ওভারে ৪১০ রান দিয়ে বুমরা পেয়েছেন ১৯টি উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
4 / 5
চার নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের মহম্মদ শামি। ১৪টি ম্যাচে ৫২.৪ ওভারে ৩৯৫ রানের বিনিময়ে ১৯টি উইকেট নিয়েছেন শামি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
5 / 5
পাঁচ নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খান। ১৪ ম্যাচে ৫৬ ওভারে ৩৭৫ রানের বিনিময়ে রশিদের ঝুলিতে এসেছে ১৮টি উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)