Relationship: অনন্যাকে আশীর্বাদ করেন বিজয় দেবারাকোন্ডার মা। সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে হয়ে উঠল ভাইরাল।
Aug 17, 2022 | 7:49 PM
এবার বিজয় ও অনন্যা অভিনীত ছবি লাইগার ঘিরে উঠল বয়কটের ডাক। তবে এই বয়কটের ডাকে যে ডরায় না বিজয় দেবেরাকোন্ডা, তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল তাঁর কথায়। অন্যান্য স্টারেরা যখন ছবি মুক্তির আগে সুর নরম করছেন, তখন বিজয় এ কি বললেন।
1 / 5
শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবি লাইগার। ঝড়ের গতিতে ভাইরাল এই ছবির প্রতিটা খবর। তবে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বলিউড মানেই বয়কটের ডাক। খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এই প্রসঙ্গ।
2 / 5
তবে এবার সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি সামনে আনলেন অনন্যা পান্ডে। যা দেখা মাত্রই জল্পনা উঠল তুঙ্গে। বিজয় দেবারাকোন্ডার বাড়িতে অনন্যা পান্ডে। বিজয়ের বাড়িতে ছিল পুজো। সেই সুবাদেই গিয়েছিলেন অনন্যা।
3 / 5
সেখানেই তাঁকে আশীর্বাদ করেন বিজয় দেবারাকোন্ডার মা। সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে হয়ে উঠল ভাইরাল। লাইকের বন্যা বয়ে গেল নেটদুনিয়ার পাতায়।
4 / 5
তবে না কোনও সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট নয়। কেবল পুজো উপলক্ষ্যেই অনন্যার এই উপস্থিতি। চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে অনন্যা পান্ডে ও বিজয় দেবারাকোন্ডা অভিনীত ছবি লাইগার। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন বিজয় দেবারাকোন্ডা।