Relationship: অজানা কাহিনি, দিশা-টাইগারের সম্পর্কের সমীকরণ বাড়ির অন্দরমহলে ঠিক কেমন…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 28, 2022 | 3:24 PM

Jackie Shroff: যদিও তাঁরা এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। তবে দিশা ও টাইগারের মধ্যে সম্পর্কের সমীকরণ বেশ মধুর বলেই দাবি পরিবারের।

1 / 5
নিঃসন্দেহে নয়। আর ঠিক সেই কারণেই টানটান লুক, অ্যাকশন ও স্টানিং তারা সুতারিয়া থাকা সত্ত্বেও হিরোপান্থি ২ ছবিটি বক্স অফিসে টিকলো না। রাতারাতি ফ্লপ।

নিঃসন্দেহে নয়। আর ঠিক সেই কারণেই টানটান লুক, অ্যাকশন ও স্টানিং তারা সুতারিয়া থাকা সত্ত্বেও হিরোপান্থি ২ ছবিটি বক্স অফিসে টিকলো না। রাতারাতি ফ্লপ।

2 / 5
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টাইগার ও দিশার বিচ্ছেদের খবর। সেই প্রসঙ্গে জ্যাকি শ্রফকে প্রশ্ন করতেই তিনি জানিয়ে দেন তাঁদের সঙ্গে দিশার সম্পর্ক খুব ভাল। টাইগার ও দিশা দুজনেই খুব ভাল বন্ধু। একসঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি।

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টাইগার ও দিশার বিচ্ছেদের খবর। সেই প্রসঙ্গে জ্যাকি শ্রফকে প্রশ্ন করতেই তিনি জানিয়ে দেন তাঁদের সঙ্গে দিশার সম্পর্ক খুব ভাল। টাইগার ও দিশা দুজনেই খুব ভাল বন্ধু। একসঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি।

3 / 5
টাইগার শ্রফ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই নিয়ে কোনও মন্তব্যই করবেন না। তবে টাইগারের এই বক্তব্যে জল ঢেলে তাঁর বোন জানিয়েছিলেন দিশার সঙ্গে পরিবারের সকলের সবকিছু ঠিকই আছে।

টাইগার শ্রফ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই নিয়ে কোনও মন্তব্যই করবেন না। তবে টাইগারের এই বক্তব্যে জল ঢেলে তাঁর বোন জানিয়েছিলেন দিশার সঙ্গে পরিবারের সকলের সবকিছু ঠিকই আছে।

4 / 5
তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, যেটুকু তাঁর নজরে পড়েছে সেইটুকুই তিনি শেয়ার করলেন মাত্র। কারণ তিনি টাইগারের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে বা তাতে নজর রাখতে পছন্দ করেন না। তবে টাইগার ও দিশার মধ্যে সম্পর্ক নিয়ে তিনি নিশ্চিত। বিচ্ছেদের কোনও খবর তাঁর জানা নেই বলেই জানান তিনি।

তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, যেটুকু তাঁর নজরে পড়েছে সেইটুকুই তিনি শেয়ার করলেন মাত্র। কারণ তিনি টাইগারের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে বা তাতে নজর রাখতে পছন্দ করেন না। তবে টাইগার ও দিশার মধ্যে সম্পর্ক নিয়ে তিনি নিশ্চিত। বিচ্ছেদের কোনও খবর তাঁর জানা নেই বলেই জানান তিনি।

5 / 5
তবে টাইগার ও দিশা এই বিচ্ছেদের জল্পনাতে কোনওভাবেই সাড়া দিচ্ছেন না। তাই জল্পনায় সিলমোহর এখনও পড়েনি। সম্পর্কে বিচ্ছেদের খবর মিলেছিল অতীতেও। তবে তারপরও এই জুটিকে একসঙ্গে দেখা যায় একাধিকবার। এবার ঠিক কোন পর্যায় বিচ্ছেদ বা বিবাদ, তা এখনই স্পষ্ট নয়।

তবে টাইগার ও দিশা এই বিচ্ছেদের জল্পনাতে কোনওভাবেই সাড়া দিচ্ছেন না। তাই জল্পনায় সিলমোহর এখনও পড়েনি। সম্পর্কে বিচ্ছেদের খবর মিলেছিল অতীতেও। তবে তারপরও এই জুটিকে একসঙ্গে দেখা যায় একাধিকবার। এবার ঠিক কোন পর্যায় বিচ্ছেদ বা বিবাদ, তা এখনই স্পষ্ট নয়।

Next Photo Gallery