CPL: শেমার ব্রুকসের শতরানে উড়ে গেলেন সাকিবরা, ফাইনালে জামাইকা
শেমার ব্রুকসের তান্ডবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গেল জামাইকা তালাওয়াহস। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৩৭ রানে হারিয়েছে জামাইকা। শেমারের ৫২ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ভর করেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জামাইকা।
Most Read Stories